Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৯, ২০২২

অস্ট্রেলিয়ায় হবে ভারত–পাকিস্তান টেস্ট?‌ আয়োজনে আগ্রহী মেলবোর্ন ক্রিকেট ক্লাব

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ায় হবে ভারত–পাকিস্তান টেস্ট?‌ আয়োজনে আগ্রহী মেলবোর্ন ক্রিকেট ক্লাব

ভারত–পাকিস্তান নিজেদের মধ্যে শেষ টেস্ট কবে খেলেছিল মনে আছে?‌ তথ্য বার করতে হলে পরিসংখ্যান ঘাঁটতে হবে। দুই দল নিজেদের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১৩ সালে। একে অপরের বিরুদ্ধে  শেষবার টেস্ট সিরিজ খেলেছিল ২০০৭ সালে। অর্থাৎ ১৫ বছর হতে চলল, টেস্ট ক্রিকেটে একে অপরের বিরুদ্ধে মাঠে নামেনি দুই দল। এবার ভারত–পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট ক্লাব। এই ব্যাপারে তারা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও বলেছে।
এবছর টি২০ বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই অনুষ্ঠিত হয়েছিল ভারত–পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে তুমুল উদ্দীপনার সৃষ্টি হয়েছিল মেলবোর্নে। মাঠে ৯০ হাজারেরও বেশি দর্শক সমাগম হয়েছিল। সাফল্যের সঙ্গে ম্যাচ আয়োজন করেছিল মেলবোর্ন ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার পর থেকেই আবার ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন করতে উৎসাহী হয়ে পড়েছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ। ভারত–পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজনের ব্যাপারে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা কথা বলছে।
মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সিইও স্টুয়ার্ট ফক্স বলেছেন, ‘‌মেলবোর্ন ক্রিকেট ক্লাব ভারত–পাকিস্তান নিরপেক্ষ টেস্ট সিরিজ আয়োজনের ব্যাপারে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে। জানি, দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ আয়োজন করা খুবই চ্যালেঞ্জিং। তবু আমরা এই সিরিজ আয়োজন করার জন্য অস্ট্রেলিয়া ও সরকারের কাছে আবেদন করেছি। আশা করছি ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের প্রস্তাব আইসিসির কাছে পৌঁছে দেবে।’‌
ভারত–পাকিস্তান টেস্ট ম্যাচ আয়োজন যে চ্যালেঞ্জের, মেনে নিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা বলেছেন, ‘ম্যাচ খেলাটা দুই দেশের ওপর নির্ভর করবে। যদি নিরপেক্ষ জায়গায় ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট হয়, তবে আমরা অবশ্যই ম্যাচ আয়োজনের জন্য মুখিয়ে থাকব। অস্ট্রেলিয়ায় প্রচুর ভারত ও পাকিস্তানের সমর্থক রয়েছে। দুই দেশের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করা হলে আশা করি স্টেডিয়াম ভরে যাবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!