Advertisement
  • এই মুহূর্তে
  • মে ৪, ২০২২

বিলের হৃদয়ে সবার ঊর্দ্ধে মেলিন্ডা । সরাসরি দাম্পত্য সুখের স্বীকৃতি ।

পরিত্যক্ত স্ত্রীকেই কি আবার বিয়ে করতে চান মাইক্রোসফ্টের গুরু ।

বিলের হৃদয়ে সবার ঊর্দ্ধে মেলিন্ডা । সরাসরি দাম্পত্য সুখের স্বীকৃতি ।

পারস্পরিক বিচ্ছেদের পর আবার কি বিয়ের আসরে বসতে চাইছেন বিল গেটস আর মেলিন্ডা। ৯ মাস আগে, গত আগস্টে হঠাৎ দাম্পত্যের অবসান ঘটিয়ে দেন দীর্ঘদিনের দুই সঙ্গী । ভুল বুঝতে পেরে মাইক্রোসফটের রূপকার বলেছেন, একসময় দুর্দান্ত জীবন কাটিয়েছি আমরা । আবার যদি বিয়ে করতে হয়, আমি মেলিন্ডাকেই বেছে নেব । ভালো বন্ধু, ভালো স্ত্রী, ভালো মা হিসেবে ওর তুলনা নেই । ছেলেমেয়েরা বড়ো হয়েছে। দূরে থাকে ।

মেলিন্ডা বিল-এর বিচ্ছেদে তাঁদের সঙ্গে মা-বাবার দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে । এ দূরত্বের অবসান চান বিল। মেলিন্ডার প্রতিক্রিয়া জানা যায়নি। তাঁর মৌনভাব কি পুর্নমিলনেরই ইঙ্গিত । তাই হোক ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!