আমার বাবা । পর্ব ৩

আলো ছায়া দুটোই মুখে এলে অভিব্যক্তি স্পষ্ট হয় ৷ ঠিক তাঁর মনেরই মতো ৷ অভিনেতার মন কখনো যদি দুঃখ না দেখে তাহলে উপযুক্ত সময় সে হর্ষ বোঝাবে কেমন করে ! আমি নই – আমি যে আলোর ছকে ঘুরছি এখন তারাই চরিত্র ! —বাবার কথাগুলো ছিল এইরকম৷