- দে । শ
- নভেম্বর ২১, ২০২৪
কালনায় পীর বদরের মেলায় সম্প্রীতির বার্তা

প্রায় দেড়শ বছর আগের কথা। সুদূর বাগদাদ থেকে ধর্ম প্রচারে বাংলায় আসে একটি মুসলিম পরিবার। ঘাঁটি গাড়ে কলকাতার এন্টালি এলাকায়। আর বছর ৫০ আগে সৈয়দ বদরুদ্দিন শাহ্ নামে ওই পরিবারেরই এক বংশধর ধর্মপ্রচারের কাজে হাজির হন কালনার নান্দাই গ্রামে। গ্রামটিকে ভালবেসে ফেলেন তিনি। ধর্মপ্রচারের পাশাপাশি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাগদাদের লোক বলে এলাকার বাসিন্দাদের কাছে তিনি পরিচিত হন ‘বদরুদ্দিন শাহ্ বাগদাদি’ নামে। মুসলিম ধর্ম প্রচার করলেও অন্য ধর্মকেও তিনি শ্রদ্ধার চোখে দেখতেন। সবার উপরে সম্প্রীতিকে তুলে ধরতেন।
সেই সম্প্রীতির নমুনা মিলল বদরুদ্দিন শাহ্ প্রবর্তিত পীর বদরের মেলায়। সেখানে কোরানের সঙ্গে একই মঞ্চে পাঠ করা হচ্ছে গীতা ও বাইবেল। মুসলিমদের সঙ্গে পাশাপাশি বসে শুনছেন হিন্দু সম্প্রদায়ের বহু পুরুষ ও মহিলা। মেলা কমিটির তরফে আলি হোসেন মল্লিক বললেন, ‘বদরুদ্দিন সাহেব যেহেতু সব ধর্মকে সমান দৃষ্টিতে দেখতেন, আমরাও তাই এই মেলাটিকে সম্প্রীতির চেহারা দিতে চাই।’ ৪ দিনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মাজারে চাদর চড়ালেন। বললেন, ‘এই মেলা এখন সর্বধর্মের মিলন মেলা।’
❤ Support Us