- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২, ২০২৪
রোনাল্ডোর আল নাসেরের কাছে ৬ গোল খেতে হল মেসির ইন্টার মায়ামিকে
ফুটবল বিশ্বের দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু চোটের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। ফলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ হল না। রোনাল্ডো না খেললেও তাঁর দল আল নাসেরের কাছে হাফ ডজন গোল হজম করতে হয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামিকে। যদিও মেসি মাঠে নামার আগেই ৬ গোল হজম করে মায়ামি। আর ভিআইপি গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করলেন রোনাল্ডো।
প্রাক–মরশুম প্রস্তুতিতে সৌদি আরব সফর একেবারেই সুখের হল না ইন্টার মায়ামির কাছে। প্রথম ম্যাচে নেইমারের দল আল হিলালের কাছে ৪–৩ ব্যবধানে হারতে হয়েছিল মায়ামিকে। যদিও চোটের জন্য ওই ম্যাচে খেলেননি নেইমার। এবার আল হিলালের কাছে মেসির দল উড়ে গেল ৬–০ ব্যবধানে। রিজার্ভ বেঞ্চে বসে দলের একের পর এক গোল খাওয়ার ছবি দেখতে হয় মেসিকে। ম্যাচের ৮৬ মিনিটে তাঁকে মাঠে নামান মায়ামি কোচ।
ম্যাচের ফল দেখলে মনে হবে, আল নাসেরের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি মায়ামি। আসলে তা নয়। প্রায় সমানতালে লড়াই করলেও সুযোগ তৈরির ব্যাপারে মেসির দলকে টেক্কা দিয়েছে নাসের। ম্যাচে ৫৩ শতাংশ বল দখল ছিল আল নাসেরের, ৪৭ শতাংশ মায়ামির। ম্যাচের ৩ মিনিটেই ওতাবিওর গোলে এগিয়ে যায় আল নাসের। ১০ মিনিটে দ্বিতীয় গোল করেন তালিসকা। ২ মিনিট পরেই ব্যবধান বাড়ান আইমেরিক লাপোর্তা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনও গোল হয়নি।
বিরতির পর আবার গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে আল নাসের। ৫১ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চর্তুথ গোলটি করেন তালিসকা। ৬৮ মিনিটে ৫–০ করেন মোহাম্মদ মারান। ৭৩ মিনিটে হ্যাটট্টিক পূর্ণ করেন তালিসকা। ম্যাচের নাটক শেষ হওয়ার পর ৮৬ মিনিটে দর্শকদের মনোবাসনা পূর্ণ করতে লিওনেল মেসিকে মাঠে নামান মায়ামি কোচ। প্রাক–মরশুম প্রস্তুতিতে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। ৩টি হার, একটা ড্র। এরপর ৪ ফেব্রুয়ারি হংকংয়ে হংকং একাদশের বিরুদ্ধে খেলবেন মেসিরা।
❤ Support Us