Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৬, ২০২৪

আগামী একসপ্তাহ তাপপ্রবাহ, হলদু সতর্কতা জারি ১০ জেলায়

আগামী একসপ্তাহ তাপপ্রবাহ, হলদু সতর্কতা জারি ১০ জেলায়

এক সপ্তাহ স্বস্তির পর আবার গনগনে সূর্যের তেজ। আজ সকাল থেকেই চড়চড় করে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হবে। এদিন আঞ্চলিক আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী ৬ দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

এক সপ্তাহের ব্যবধানে আবহাওয়া দফতর ১০টি জেলায় দ্বিতীয়বারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে এবং ১৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি অংশে এর পরোক্ষ প্রভাব থাকবে বলে জানিয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী ৪–৫ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে দিনের তাপমাত্রা ২–৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের পার্শ্ববর্তী জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পশ্চিমরে জেলাগুলিকে ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে অনুমান করা হচ্ছে।

সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.‌৫ ডিগ্রি বেশি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তাপপ্রবাহের অবস্থা তৈরি হয়। বাস্তবতা বিবেচনা করে দক্ষিণবঙ্গের ১০টি জেলাতেও ১৭–১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, চলমান তাপের জন্য দায়ী, এই অঞ্চলে প্রধানত পশ্চিম থেকে উত্তরে শুষ্ক পশ্চিমী বাতাসের উপস্থিতি। এছাড়া, পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতি, বঙ্গোপসাগর থেকে অপর্যাপ্ত আর্দ্রতা অনুপ্রবেশের ফলে মেঘ তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গ অঞ্চলে প্রত্যাশিত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা দিতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!