- এই মুহূর্তে দে । শ
- জুন ১২, ২০২৪
উত্তরবঙ্গে অতিবৃষ্টি, মুখ ভার দক্ষিণবঙ্গের। কবে আসবে আকাশ ঝেঁপে বৃষ্টি?

কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে । অথচ দক্ষিণবঙ্গে এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল রাজ্যবাসী।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার উপস্থিতির জন্য প্যাচপেচে গরম দেখা দিয়েছে। এই দুরূহ অবস্থা থেকে কবে মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী ?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে , বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলা যথা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে আজ সারাদিন তাপপ্রবাহের দাপট চলবে। যদিও কলকাতা, হাওড়া, হুগলি , উত্তর ২৪ পরগণা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তারা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্র ও শনিবারও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তা মোটেই বর্ষার বৃষ্টি নয়।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গে মৌসুমী বায়ু অক্ষরেখা এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য এ সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ । কলকাতায় আজকের তাপমাত্রা ৩০ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার,কোচবিহারের পাশাপাশি দার্জিলিং, কালিম্পং-এর মতো পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
❤ Support Us