- এই মুহূর্তে দে । শ
- জুন ১৫, ২০২৪
শনিবার রাতে বৃষ্টির পূর্বাভাস।আগামী সপ্তাহেই বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। উত্তরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়া দফতরের
একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।তিস্তা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে ।সেখানে সম্পুর্ন ভিন্ন চিত্র দক্ষিণবঙ্গে। এক ফোঁটা বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসে রয়েছেন বাসিন্দারা। গত কদিনের ক্রমবর্ধমান তাপ্রবাহের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গ। যদিও আবহাওয়া দফতরের কথায় খানিক স্বস্তি মিলল।শনিবার বিকেলবেলার দিকে পুরুলিয়া,বাঁকুড়া,বীরভূম,পশ্ চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে।তার সঙ্গে ৩০থেকে ৪০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে,পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে মেঘ প্রবেশ করছে এই বঙ্গে, যার জেরে শনিবার রাতের মধ্যে বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হবার পূর্বাভাস রয়েছে ।ফলে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ থেকে ২০জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের দিকে বয়ে আসার সম্ভবনা রয়েছে । অর্থাৎ বর্ষা আসতে খুব বেশি হলে চার পাঁচদিন বাকি বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরমের পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে।সোমবার থেকে ধীরে ধীরে তাপপ্রবাহের পরিস্থিতি কমতে শুরু করবে।আকাশ অংশত মেঘলা থাকবে।বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
পাশাপাশি উত্তরবঙ্গে রবিবারও দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
❤ Support Us