- এই মুহূর্তে দে । শ
- মে ১৩, ২০২৪
আম্ফান স্মৃতি উস্কে আসরে ‘রেমাল’, ভিজতে পারে মে মাসের শেষবেলা

এখনও কাটেনি আম্ফানের আতঙ্ক, তার ভয়ঙ্কর স্মৃতি আরেকবার উস্কে দিতে আসছে এবার ‘রেমাল।’আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করে আগামী ২৪ মে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। যার প্রভাবে বৃষ্টি পাত হওয়ার সম্ভাবনা আছে ওইদিন।
সাইক্লোনটি ভূ ভাগে প্রবেশ করবে ২৫ মের সন্ধেবেলা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে দুই বাংলাই ভাসতে চলেছে মে মাসের ২৬ তারিখ পর্যন্ত।
এই ঘূর্ণি ঝড়টির নাম ‘রেমাল।’ এই ঝড় কতটা ভয়ঙ্কর হবে, সে সম্বন্ধে এখনি কিছু জানাতে পারেনি আবহবিদরা। যতক্ষণ না ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর তীব্রতা অনুমান করা মুশকিল। ঝড়ের কেন্দ্রে হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার হতে পারে, যার জেরে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এদিকে ডায়মন্ড হারবার ও সুন্দরবনের বেশ কিছু বাঁধ অমাবস্যার ভরা কোটালে জলের তোড়ে ভেঙে পড়েছে, ফলে ঘূর্ণাবর্তের পরে ওই অঞ্চলগুলিতে নতুন করে ক্ষয়ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
২০২০ সালে বিশ্বজুড়ে অতিমারির আতঙ্কের সাথে যুক্ত হয়েছিল ঘূর্ণিঝড় আম্ফান, যার জেরে সুন্দরবন তো বটেই, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল শহর কলকাতাও। দেখা দিয়েছিল পানীয় জল ও বিদ্যুতের সঙ্কট। বেশ কিছু জায়গায় টেলিযোগাযোগ, ইন্টারনেট পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই সেই ঝড়ের সাথে তুলনা করছিলেন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা ১৭৩৭ সালে কোম্পানির আমলের কলকাতার ওপর দিয়ে বয়ে যাওয়া সুপার সাইক্লোনটির। ঐতিহাসিকেরা ওই ঘূর্ণিঝড়কে আখ্যায়িত করেছিলেন ‘দ্য গ্রেট বেঙ্গল সাইক্লোন’ নামে, যার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রিটিশদের সাধের শহর কলকাতা।
❤ Support Us