- এই মুহূর্তে দে । শ
- জুন ২৩, ২০২৩
কানাডায় অনলাইন বিল গৃহীত, ফেসবুকে সংবাদ পরিবেশনা আপাতত বন্ধ, বিপাকে মেটা

কানাডা পার্লামেন্টে বিতর্কিত অনলাইন বিল পাস করেছে। ইতিমধ্যে বিল খতিয়ে দেখে কানাডায় উপভোক্তাদের ওপর নিয়ন্ত্রণ লাগু করেছে। ২০২১ সালে, অনুরূপ আইনে অস্ট্রেলিয়া ফেসবুকের ওপরে নিয়ন্ত্রণ বিধি চালু করে। বৃহস্পতিবার কানাডার সিনেটে যে বিল পাস হয়েছে, কানাডা অনলাইন নিউজ অ্যাকট তার পরিপ্রেক্ষিতে মেটার তরফে বলা হয়েছে, কানাডার বিলটি আইনে পরিণত না হওয়া পর্যন্ত, ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ পরিবেশনা কানাডার সব উপভোক্তাদের জন্য আপাতত বন্ধ থাকবে।
গুগুলের তরফে বলেছে, কানাডার বিলটি বর্তমান পরিস্থিতিতে কার্যকর হবে না। কানাডার প্রস্তাবিত আইনটি বাক স্বাধীনতার ওপর আঘাত বলে ভাবা হতে পারে। তবু কোনো কোনো দেশে বিদ্বেষ প্রচার রুখতে কঠোর নীতি অবলম্বন করতে হয়েছে সরকারকে।
❤ Support Us