Advertisement
  • টে | ক | স | ই
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৩

ভার্চুয়াল আদালতে আসল বিচার ! মেটাভার্সের জাদুতে বাজিমাৎ কলম্বিয়ার বিচারব্যবস্থার

আরম্ভ ওয়েব ডেস্ক
ভার্চুয়াল আদালতে আসল বিচার ! মেটাভার্সের জাদুতে বাজিমাৎ কলম্বিয়ার বিচারব্যবস্থার

চিত্র : ইউটিউব

ভার্চুয়াল বিচারব্যবস্থার আয়োজন করে নতুন পথ দেখাল কলম্বিয়া। আদালতে উপস্থিত না থেকেও আদালতের বিচারপ্রক্রিয়ায় অংশ নিয়েছেন বিচারপতি, উকিল ও বাদী বিবাদী পক্ষ। আগামী দিনে আদালতে বিচারকার্য পরিচালনায় মেটাভার্স গুরুত্বপূর্ণ ভূমিকা দেবে। দাবি বিশেষজ্ঞদের।

চলতি মাসে গণপরিবহন সংক্রান্ত একটি মামলা ওঠে কলম্বিয়ার ম্যাগডালেনার প্রশাসনিক আদালতে। দীর্ঘ দুঘন্টার শুনানিতে অ্যাভাটরের মাধ্যমে ভার্চুয়াল কোর্টরুমে বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ করেন মামলাকারীরা। বাস্তবের আদালতের মতোই উপস্থিত প্রত্যেকে।  তবে, এখানে  অ্যাভাটররাই মামলাকারীদের হয়ে সওয়াল জবাব করেন। বিচারপতির দায়িত্বও ম্যাজিষ্ট্রেট মারিয়া কুইনোসের হয়ে সামলালেন অ্যাভাটরেরা ।

জীবনে প্রথম ভার্চুয়ালি বিচার কার্য পরিচালনা করে খুশি মারিয়া। তাঁর বক্তব্য এটি ভিডিও কলের থেকেও অত্যন্ত বেশি বাস্তব। সশরীরে উপস্থিত না হয়েও তিনি দেখতে পাচ্ছেন কে কি করছে যা জুম বা গুগল মিটে সম্ভব হয় না। ভবিষ্যতে  কলম্বিয়ার অন্যান্য আদালতেও পরীক্ষামূলকভাবে মেটাভার্সের ব্যবহার করার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। বিচার ব্যবস্থা ভার্চুয়ালি হলে তা এক যুগান্তকারী পরিবর্তন ঘটাবে, মানছেন বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!