Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৩, ২০২৩

রবিবার টেট পরীক্ষার জন্য বাড়তি মেট্রো।তৎপর রাজ্য পরিবহণ দফতর

আরম্ভ ওয়েব ডেস্ক
রবিবার টেট পরীক্ষার জন্য বাড়তি মেট্রো।তৎপর রাজ্য পরিবহণ দফতর

মেট্রো স্টেশনে রবিবারের মেট্রো পরিষেবা নির্দিষ্ট সময়ের আগে শুরু করার ঘোষণা চলছে। রবিবার প্রাথমিক টেট পরীক্ষার জন্য রবিবার কলকাতা মেট্রো বাড়তি পরিষেবা প্রদান করবে। রবিবার সকাল ৯টার পরিবর্তে দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো। টেট-এর জন্য রবিবার সারাদিনে ১৩০টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো পরিষেবা চালু থাকবে। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

রবিবার প্রাথমিকের টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট রয়েছে। তার জন্যই মেট্রো রেলের সময়সূচিতে এই পরিবর্তন করা হয়েছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার, ২৪ ডিসেম্বর, টেট-এর জন্য কলকাতা মেট্রো পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। ২৩৪টি মেট্রো চলবে মোট, ১১৭টি আপ লাইনে, ১১৭টি ডাউন লাইনে। এমনিতে রবিবার সকাল ৯টায় মেট্রো পরিষেবা শুরু হয়। রবিবার টেট পরীক্ষার্থীদের জন্য মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে রাতে মেট্রোর পরিষেবায় কোনও পরিবর্তন নেই। এমনি দিনে যেমন চলে, তেমনই থাকবে।

শুধু টেট নয়, রবিবার ব্রিগেডে লক্ষকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানও রয়েছে। গীতার পাঁচটি অধ্যায় পাঠ হবে ব্রিগেডে। হাই-প্রোফাইল রাজনীতিকদের দেখা যাবে ওই অনুষ্ঠান মঞ্চে। একই দিনে টেট এবং গীতাপাঠের অনুষ্ঠান ঘিরে তাই রবিবার শহরে বাড়তি ভিড় হবে বলেই অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যাতে সমস্যা না পড়েন, তার জন্য এই ব্যবস্থা। কোনও রকম সমস্যার মুখোমুখি পরীক্ষার্থীরা যাতে না হন সেই  জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনে তরফে। তাই বাড়তি পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে রাজ্যের তরফেও। রবিবার টেট  দিচ্ছেন প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী। দুপুর ১২টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। তার জন্য রাজ্য পরিবহণ দফতরেরও তরফেও বিশেষ উদ্যোগ নিয়েছে। পরীক্ষার্থীরা যাতে সমস্যার মুখোমুখি না হন, তার জন্য পরিবহণ দফতরের আধিকারিক এবং কর্মীদের ছুটি বাতিল হয়েছে। রাস্তায় পর্যাপ্ত সংখ্যক বাস, অটো, ট্যাক্টি যাতে চলে, সেই নির্দেশও দিয়েছে রাজ্য। তার পর দিন আবার বড় দিন। তার জন্যও বাড়তি পরিষেবা প্রদানের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে পর্ষদ।

প্রথমে গত ১০ ডিসেম্বর টেট হওয়ার কথা ছিল, পরে দিনবদল হয়। গত ৪ ডিসেম্বর সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার সময় এক রাখা হলেও, দিন পাল্টে করা হয় ২৪ ডিসেম্বর। টেট হবে ১৫০ নম্বরের, প্রশ্ন থাকবে ১৫০টি, প্রতি প্রশ্নের মান ১। প্রশ্ন হবে এমসিকিউ ধাঁচে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। এই পরীক্ষার জন্য়ই মেট্রো এবং রাজ্য পরিবহণ দফতরের তরফে সক্রিয়তা চোখে পড়ছে। পরীক্ষার্থীরা যাতে সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য চেষ্টায় খামতি রাখা হচ্ছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!