- দে । শ
- এপ্রিল ১৩, ২০২৩
গঙ্গার তলায় রেক ছুটিয়ে মেট্রোর অভূতপূর্ব নজির, আগামী ডিসেম্বরে শুরু হতে পারে যাত্রী পরিষেবা
২৪ অক্টোবর ১৯৮৪ ও ১২ এপ্রিল, ২০২৩– পাটিগণিতের নিয়মের সময়ের ব্যবধান প্রায় তিন দশক। কিন্তু উভয় দিনের সঙ্গেই স্থাপিত হল কলকাতার যোগ। প্রথম দিনে ভারতের প্রথম মেট্রো চলেছিল এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত। আর দ্বিতীয় দিনে ভারতে প্রথম নদীখাতের তলায় মেট্রো চালানোর সাক্ষী থাকল মহানগরী। মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত রচিত হল নতুন ইতিহাস।
বহু বাধা বিঘ্ন অতিক্রম করে বুধবার এসপ্ল্যানেড থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর দুটি রেক পর পর গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান স্টেশনে পৌছায়। যে দুটি রেক বহুবাজারে আনা হয়েছিল, সেগুলোকেই মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত পর পর ছুটিয়ে নিয়ে যাওয়া হয়। সকাল ১১ টা ৫২ মিনিটে প্রথম রেকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে গন্তব্য স্থানে পৌছায়। কিছুক্ষণ পরে দ্বিতীয়টি এসে পৌঁছায়। যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোর একাধিক পদস্থ আধিকারিক। আপাতত রেক দুটি ওখানেই থাকবে বলে জানিয়েছেন তাঁরা।
মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়শঙ্কর রেড্ডি বলেছেন, কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী সাত মাস এই ট্রায়াল চলবে। এটা প্রস্তুতি পর্ব। ট্রায়াল রান নয়। কবে থেকে যাত্রী নিয়ে পরিষেবা শুরু হবে সে ব্যাপারে এখনও কোনো খবর নেই। কর্তৃপক্ষের অনুমান, পরীক্ষামূলক দৌড় সফল হলে আগামী ডিসেম্বর মাসে নদীগর্ভে সুড়ঙ্গের মধ্যে দিয়ে মহানগরবাসীদের নিয়ে চলবে ভারতের প্রথম আণ্ডারওয়াটার মেট্রো।
❤ Support Us