Advertisement
  • বি। দে । শ
  • জুন ৬, ২০২৪

বার্ড ফ্লু সংক্রমণ। প্রাণ হারালেন এক

আরম্ভ ওয়েব ডেস্ক
বার্ড ফ্লু সংক্রমণ। প্রাণ হারালেন এক

মেক্সিকোয় বার্ড ফ্লু কাড়ল এক ব্যক্তির প্রাণ। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, মৃত ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। কিছুদিনের মধ্যে ডায়েরিয়া , শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। অবস্থা গুরুতর হওয়ার আগে তিনি প্রায় তিন সপ্তাহ শয্যাশায়ী ছিলেন। মেক্সিকোর স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন কিডনির সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলে গত ২৪ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর শরীরে ‘হু ‘ এক অজানা ভাইরাসের অস্বিত্ব পায় । গবেষণাগারে পরীক্ষা করলে এইচ৫এন২ টাইপের বার্ড ফ্লু’র উপস্থিতি মেলে সেখানে।যদিও এ ভাইরাসে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।

বিশ্বে এ ধরণের ভাইরাসে আক্রান্ত মানুষ এই প্রথম। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোজ জানিয়েছেন, ওই ব্যক্তির শরীর আগে থেকেই খারাপ ছিল। কিন্তু কোনও পোলট্রির সাথে সংস্রব ছিলনা তাঁর। তাহলে কীভাবে ওই ভাইরাস তাঁর শরীরে প্রবেশ করল তা নিয়ে চিন্তিত গবেষকেরা। তবে মেক্সিকোর একাধিক পোলট্রি ফার্মে বার্ড ফ্লুর এই নতুন ভ্যারিয়ান্টের সংক্রমণ দেখা দিয়েছে বলে জানা গেছে। গত মার্চ মাসে মিচোয়াকান ফার্মে প্রথম এর অস্ত্বিত্ব মেলে। তবে কি মানুষের আক্রান্ত হওয়ার সাথে পোলট্রি ফার্মগুলির কোনও যোগসূত্র আছে কি? উত্তর মেলেনি।

এদেশেও অন্ধ্রপ্রদেশসহ চার রাজ্যকে বার্ড ফ্লু নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তৈরি হয়েছে বিশেষজ্ঞ দলও। যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহ ধরে বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাসের ভিন্ন একটি ভ্যারিয়ান্টে খামারের গরুরা আক্রান্ত হয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। গুটিকয়েক মানুষও এতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গবাদি পশু থেকে সংক্রমণ ছড়িয়ে পড়লেও মানুষের থেকে তা ছড়ায়নি বলে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!