Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১০, ২০২৩

প্রয়াত কিংবদন্তি গোলকিপার আন্তোনীও কারবাহাল

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াত কিংবদন্তি গোলকিপার আন্তোনীও কারবাহাল

মারা গেলেন মেক্সিকোর প্রাক্তন কিংবদন্তি গোলকিপার আন্তোনীও কারবাহাল। বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে তিনি মারা যান। মেক্সিকোর ফুটবল ফেডারেশন তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।

কারবাহাল ছিলেন পাঁচটি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার। ১৯৫০ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি প্রথম মাঠে নামেন। এরপর ১৯৫৪ সুইজারল্যান্ড, ১৯৫৮ সুইডেন, ১৯৬২ চিলি এবং ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপেও তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। পাঁচটি বিশ্বকাপ মিলিয়ে তিনি মোট ১১টি ম্যাচ খেলেন। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ পর্যন্ত তাঁর ৫টি বিশ্বকাপ খেলার রেকর্ড অক্ষুন্ন ছিল। সেই বছর জার্মানির লোথার ম্যাথিউজ কারবাহালের রেকর্ড স্পর্শ করেন। এরপর আরও বেশ কয়েকজন ফুটবলার পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। এরা হলেন মেক্সিকোরই রাফায়েল মার্কেজ ও আন্দ্রেস গুয়ার্দাদো। এছাড়াও ৫টি বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোও। তবে প্রথম রেকর্ড করেন কারবাহালই।

বিশ্ব ফুটবলে কারবাহাল ‘‌লা তোতা’‌ নামে পরিচিত ছিলেন। প্রথম বিশ্বকাপ খেলার পর রিয়েল মাদ্রিদ তাঁকে খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি মেক্সিকো ছেড়ে যাননি। পেশাদার ফুটবল জীবনের পুরোটা সময়ই নিজের দেশ মেক্সিকোয় লিগ খেলেছেন। মেক্সিকান ক্লাব লিওনের হয়ে ফুটবলজীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। ১৯৪৬ সালে সান্তা মারিয়া ডি লা রিবেরার হয়ে ফুটবলজীবন শুরু করেছিলেন। এরপর তিনি চলে যান নেকাক্সায়। এখান থেকেই তাঁর উত্থান। ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে মেক্সিকো দলেও ছিলেন। যদিও তিনি কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর প্রায় দুই যুগেরও বেশি সময় লিওনেই কেটেছে তাঁর কোচিং জীবন। ১৯৭২ পর্যন্ত তিনি লিওনের কোচ ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত ছিলেন মেক্সিকো জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। অ্যাতলেতাস চ্যাম্পেসিনোস ও অ্যাতলেতিকো মরেলিয়া ক্লাবকেও কোচিং করিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!