- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৬, ২০২৩
নো বল, ওয়াইড বলে ডিআরএসের আবেদন সম্ভব। মহিলাদের প্রিমিয়ার লিগের নতুন নিয়মে ব্যাপক সাড়া

চিত্র : সংবাদ সংস্থা
আম্পায়ার এলবিডব্লিউ আউট দিয়েছেন। ব্যাটার সন্তুষ্ট না হলে ডিআরএসের দ্বারস্থ হন। কিংবা ক্যাচ আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে। আবার আউটের আবেদনে সাড়া না দিলে ফিল্ডিং করা দলের অধিনায়ক আম্পায়ারের সিদ্ধান্ড রিভিউ করার আবেদন জানান। ক্রিকেটের এই সহজ নিয়মগুলো সকলেরই জানা। তাই বলে ওয়াইড কিংবা নো বলের জন্য ডিআরএস! হ্যাঁ, এইরকম অভিনব নিয়ম চালু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগে। যে নিয়মের প্রথম সুযোগ নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কাউর।
মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস ম্যাচে হরমনপ্রীত মাঠের আম্পায়ারের ওয়াইড বল সিদ্ধান্তের বিরুদ্ধে ডিআরএস নিয়েছিলেন।
গুজরাট জায়ান্টসের ইনিংসের ১৩তম ওভারে সাইকা ইশাকের একটা বল মনিকা প্যাটেল পুল করার চেষ্টা করেছিলেন এবং তিনি তা মিস করেন। মাঠের আম্পায়ার তখন ওয়াইড ডেলিভারির ইঙ্গিত দেন। এই সিদ্ধান্তে খুশি হননি হরমনপ্রীত। তিনি ডিআরএস নেন। তাঁর এই রেফারেল চাওয়া দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। টিভি আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দিয়ে বৈধ ডেলিভারি হিসেবে ঘোষণা করেন।
মহিলা প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী ওয়াইড কিংবা নো বলের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের যে কোনও সিদ্ধান্ত পর্যালোচনা করার অনুমতি দেওয়া হয়েছে।
নিয়মের ৩.১.১ ধারায় বলা হয়েছে, একজন ক্রিকেটার টাইম আউট বাদ দিয়ে একজন ব্যাটারকে আউট করা হয়েছে কিনা, সে বিষয়ে মাঠের আম্পায়ারদের দ্বারা গৃহীত যে কোনও সিদ্ধান্তের পর্যালোচনার আবেদন জানাতে পারে। একজন ক্রিকেটারকে ওয়াইড কিংবা নো বলের বিষয়ে মাঠের আম্পায়ারদের দ্বারা যে কোনও সিদ্ধান্ত পর্যালোচনা করার অধিকার দেওয়া হয়েছে।
দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে নো বলের জন্য ডিআরএস নিয়েছিলেন জেমাইমা রডরিগেজ। ঘটনাটি ঘটেছিল দিল্লি ক্যাপিটালসের ইনিংসের একেবারে শেষ ওভারে। মেগান শুটের ফুলটস বল লেগ সাইডে স্লগ করার চেষ্টা করেছিলেন জেমাইমা। জেমাইমার মনে হয়েছিল, বল তাঁর কোমরের উচ্চতায় রয়েছে। আম্পায়ার নো বল হিসেবে বিবেচনা না করায় তিনি আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং ডিআরএসের দ্বারস্থ হন। বল ট্র্যাকার পদ্ধতি ব্যবহার করে বলের ফ্লাইট এবং সম্ভাব্য প্রভাবিত পয়েন্টগুলি পরীক্ষা করে টিভি আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। রবিবার গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্জ ম্যাচেও ওয়াইড বলের ক্ষেত্রে ডিআরএস নেওয়ার ঘটনা দেখা গেছে। এই নতুন নিয়মটা ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে। অনেকেই এই নতুন নিয়মের প্রশংসা করেছেন।
❤ Support Us