- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ২৫, ২০২৩
অস্কারের সেরার শিরোপা পাওয়ার তালিকায় মালয়েশিয়ার অভিনেত্রী মিশেল ইয়োহ, ৯৫ বছরে এশিয়ার কোনো অভিনেত্রীর বিরল সাফল্য

অস্কারের তালিকায় এবার চমক। চলচ্চিত্রের জগতের সেরা পুরস্কারের মনোনয়নের তালিকায় ৯৫ বছর পর স্থান পেলেন এশিয়ার অভিনেত্রী মিশেল ইয়োহ।
২৪ জানুয়ারি সামনে এল ৯৫তম অস্কারের পূর্ণ মনোনীত তালিকা। এদিন অভিনেতা অ্যালিসন উইলিয়ামস এবং রিজ আহমেদ ক্যালিফোর্নিয়া থেকে এই মনোনয়নের তালিকা ঘোষণা করেন। মোট ২৩টি ক্যাটাগরিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। সেখানেই সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে স্থান পেয়েছেন মালয়েশিয়ার মিশেল ইয়োহ। যে ছবির জন্য এই সাফল্য তার নাম ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’।
অস্কারে সেরা অভিনেত্রীর তালিকায় মনোনয়নের খবরে খুশি ইয়োহ। সংবাদ সংস্থার খবর, এই সাফল্যের জন্য মালয়েশিয়ার সহ সমগ্র এশিয়াবাসীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।প্রসঙ্গত , বছর ষাটের মিশেল আগে বহু ছবিতে কাজ করেছেন। তাঁর মধ্যে অনেকগুলোই জনপ্রিয় ও সমালোচকদের দ্বারাও প্রশংসিত। কিন্তু কখনোই অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়নি। বস্তুত, অস্কারের সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার অশ্বেতাঙ্গ দের হাতে যাওয়ার খুব বড় একটা দৃষ্টান্ত নেই। হ্যাল বেরি ২০ বছর আগে অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। কিন্তু তিনিও আমেরিকার বাসিন্দা। ফলে মিশেলের সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন অভূতপূর্ব একটি ঘটনা। এখন শেষ পর্যন্ত তাঁর পুরস্কার প্রাপ্তি ঘটবে কিনা সে দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রীর ভক্ত ও অনুগামীরা।
❤ Support Us