- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ৩, ২০২৪
পশ্চিম এশিয়ার উত্তেজনা নিয়ে নাগরিকদের সতর্ক করল ভারতীয় দূতাবাস

হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করেছে ইজরায়েলের কট্টর সমর্থক জায়নবাদী সংগঠন। মঙ্গলবার লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করেছে ইজরায়েলী বাহিনী। হামাস ও হিজবুল্লাহর দুই শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইজরায়েলের ওপর হামলার হুমকি দিয়েছে। ইরানের হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। তৈরি হয়েছে যুদ্ধের আবহ।
📢*IMPORTANT ADVISORY FOR INDIAN NATIONALS IN ISRAEL*
Link : https://t.co/OEsz3oUtBJ pic.twitter.com/COxuF3msn0
— India in Israel (@indemtel) August 2, 2024
এই পরিস্থিতিতে ভারত ও অন্যান্য বেশ কয়েকটি দেশ পশ্চিম এশিয়া তাদের নাগরিকদের সতর্ক থাকার ও নিরাপত্তা প্রোটোকল মেনে চলার নির্দেশ দিয়েছে। বৈরুতে ভারতীয় দূতাবাস দেশের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবাননে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই নির্দেশ জারি করা হয়েছে ইজরায়েল ভ্রমণের ওপরও। এমনকি, এই দুই দেশে থাকা নাগরিকদের ফিরে আসারও পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। এয়ার ইন্ডিয়া ৮ আগস্ট পর্যন্ত ইজরায়েলের তেল আবিব যাওয়ার সব বিমান স্থগিত করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে যে, ইরানের কর্তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে তেহরানের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে বুধবার বৈঠক করেছেন। একটা সূত্র জানিয়েছে, ‘বৈঠকে দুটি পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছিল। ইরান তার মিত্রদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়েছে। শুকরের হত্যাকাণ্ড নিয়ে ইজরায়েল জানিয়েছে, গত সপ্তাহে সংযুক্ত গোলান মালভূমিতে মারাত্মক রকেট হামলার প্রতিক্রিয়া ছিল। হিজবুল্লাহকে সতর্ক করে বলেছিল, যে কোনও আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে। এদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘ইজরায়েল প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় পরিস্থিতির জন্য প্রস্তুত।’
❤ Support Us