Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ১৪, ২০২২

শীতের জলাশয়ে পরিযায়ীর কলতান

আরম্ভ ওয়েব ডেস্ক
শীতের জলাশয়ে পরিযায়ীর কলতান

শীত এলেই দুই বঙ্গে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে । খাল-বিল-হাওর, এমন কি পুকুরেও ঝাঁক ঝাঁক পাখির কলতান ছড়িয়ে পড়ে । পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, বীরভূম, দুই চব্বিশ পরগনা জোড়া সুন্দরবনের জলাশয় তাদের সাময়িক আস্তানা হয়ে ওঠে । বাংলাদেশের রাজশাহীর মোহনগঞ্জ, কানাপাড়া, সিলেট অঞ্চলে এসব পাখিকে দিনে সাঁতার আর রাতে নিকটস্থ গাছ-গাছালিতে ঝিমোতে দেখা যায় । আশ্চর্য্য দূশ্যে ভরে ওঠে প্রকৃতি । জন্মস্থলে অতিরিক্ত ঠান্ডা যখন ঝাঁপিয়ে পড়ে, তখনই পাখিরা গরমের দেশগুলিতে উড়ে এসে আশ্রয় নেয় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!