Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৩

পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম রাজ্য, নজিরবিহীন হুমকি মীনাক্ষী মুখার্জির

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম রাজ্য, নজিরবিহীন হুমকি মীনাক্ষী মুখার্জির

চিত্র: সংগৃহীত

এবছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বছরের শুরু থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। বর্তমান শাসক দল তৃণমূলের দুর্নীতি নিয়ে রীতিমত সরব রাজ্যের অন্য বিরোধী দলগুলি। আবাস যোজনার দুর্নীতি নিয়ে সরব। দুর্নীতিরকথা প্রকাশ্যে নিয়ে আসছে বিজেপি, কংগ্রেস, সিপিআইএমের মতো দলগুলি। পাশাপাশি তৃণমূলকে রীতিমত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে চলেছে ভোট লুটের ব্যাপারে। অতীতে যেমন বিভিন্ন নির্বাচনে তৃণমূল ভোট লুট করেছে, পঞ্চায়েত নির্বাচনে তা হতে না দেওয়ার জন্য অঙ্গীকার করেছে রাজনৈতিক দলগুলি। এবার সরাসরি তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।

উত্তর ২৪ পরগনার গোপালনগরে এক জনসভায় তৃণমূল নেতা ও কর্মীদের হুঁশিয়ারি দিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, “তৃণমূলের নেতারা আমাদের কর্মীদের হুমকি দিয়ে বলছেন, তাদের দিকে যেতে, নাহলে আবাস যোজনা, জব কার্ড থেকে নাম কেটে দেবে। আমরাও ওইসব নেতাদের উদ্দেশ্যে এই সমাবেশ থেকে বলছি, বেশি ট্যা ফু করবেন না, আমরাও টেংরি খুলে নিতে জানি। লাল ঝান্ডাও নমিনেশন জমা দিতে জানে। ডিওয়াইএফআই বাপের বেটার মতো দাঁড়িয়ে থেকে নমিনেশন জমা করিয়ে ছাড়বে।’’

অন্যদিকে, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস মীনাক্ষী মুখার্জির হুমকির পরিপ্রেক্ষিতে বলেন, “সিপিআইএমের ৩৪ বছর শাসনে মানুষ ভোট দিতে যেতে পারত না । ওদের মুখে এই কথা মানায় না। ৫% থেকে ভোট কীভাবে ৬%-এ নিয়ে যাওয়া যায়, সেদিকে নজর দিক। বাচ্চা মেয়ে, রাজনীতির এখনও  অনেক।’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!