- দে । শ
- ডিসেম্বর ৯, ২০২৪
যেহেতু তাদের সরকার এখানে নেই তাই হকের প্রাপ্য থেকে রাজ্যকে বঞ্চিত করছে দিল্লি : সুজিত বসু

‘যেহেতু তাদের সরকার এখানে নেই তাই হকের প্রাপ্য থেকে রাজ্যকে বঞ্চিত করছে দিল্লি’, বসিরহাট পুরসভার উদ্যোগে জমিহীনদের হাতে লিজের দলিল তুলে দিয়ে একথা বলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। বসিরহাট টাউন হলে লিজ এগ্রিমেন্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, সাংসদ পার্থ ভৌমিক, বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, পুর প্রধান অদিতি মিত্র, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস, তৃণমূল নেতা বাদল মিত্র প্রমুখ। উপভোক্তা ৯৫ পরিবারের হাতে জমির ৯৯ বছরের লিজ চুক্তি পত্র তুলে দিয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, ‘এভাবে আগে কেউ জমির লিজ তুলে দেয়নি। দিদি বলেছেন, দিল্লি যদি টাকা না দেয় রাজ্য গরিব মানুষের ঘরের টাকা দেবে। নিজের বাসস্থানের জন্য বসিরহাট পুরসভা প্রায় শ’খানেক পরিবারের হাতে জমির লিজ প্রদান করল। ফলে পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বাসিন্দারা এবার সেখানে নিজেদের মত বাসস্থান তৈরি করে নিতে পারবেন। যদি সুযোগ থাকে তাহলে উপভোক্তারা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ঘর পান সেটা দেখব।’ সুজিত বসু বসু বলেন, আমাদের মুখ্যমন্ত্রী গরিব মানুষের পক্ষে। তাঁর সরকার গরিব মানুষের কথা ভাবে। তিনি নবান্নে থাকেন কিন্তু সারা বাংলার দিকে লক্ষ্য রাখেন।’ তিনি বলেন, আমি মমতা ব্যানার্জির ক্যাবিনেটে আছি। আমি এরকম কোন মুখ্যমন্ত্রী সারা ভারতে দেখিনি যিনি রাজ্যের মানুষ যাতে পানীয় জল পান তার জন্য প্রতি ১ সপ্তাহ অন্তর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিটিং করছেন।’ পুরপ্রধান অদিতি মিত্র বলেন, পুরসভার জমিতে দীর্ঘকাল ধরে বসবাস করছেন এরকম ৯৫ টা পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস ওই পরিবার গুলোর ভবিষ্যতের কথা নিয়ে প্রস্তাব দেন। সেটা আজ বাস্তবায়িত করা গেল। যাতে ওই পরিবার গুলো বাস্তুচ্যত না হন তার ব্যবস্থা করল পুরসভা।
❤ Support Us