- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৬, ২০২৪
সরকারি জমিতে গড়া নিজের কার্যালয় ভাঙলেন মন্ত্রী

আপনি আচরি ধর্ম অপরে শিখাও। সরকারি জায়গায় গড়া নিজের দলীয় কার্যালয় ভেঙে এই আপ্তবাক্যকে মর্যাদা দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। নাদনঘাটের এসটিকেকে রাজ্য সড়ক লাগোয়া হেমায়েতপুর মোড়ে স্বপনবাবু নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূলের কার্যালয়টি ভাঙছেন শুনে এলাকার লোকজন জুটে যায়। তাদের সবার মুখে মন্ত্রীর তারিফ, ‘মন্ত্রীর চেয়ারের প্রভাব খাটিয়ে পূর্ত দপ্তরের জায়গার ওপর থাকা দীর্ঘদিনের পার্টি অফিসটা রেখে দিতে পারতেন। কেউ আগ বাড়িয়ে ভাঙতে সাহসও করত না। কিন্তু স্বপনদা সবার থেকে আলাদা। তাই প্রশ্ন ওঠে, এমন কাজ করেন না। কাউকে প্রশ্ন তোলার সুযোগও দেন না।’ ভাঙার কাজে তদারকি করতে করতে স্বপনবাবু বললেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ সরকারি জায়গা আটকে কিছু করা যাবে না। তাই আমিই আমার পার্টি অফিস ভেঙে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনের সূচনা করে দিলাম।’
এখানে স্বপনবাবু দলীয় কার্যালয়টি তৈরি করেন ১৯৮৭ সালে। তখন তিনি কংগ্রেসে। তৃণমূল গঠিত হওয়ার পর থেকেই ‘মমতা ব্যানার্জির সঙ্গী’ হন। ১৯৯৮ সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে হেমায়েতপুর মোড়ে বাঁশের বেড়া ও একচালা টিনের ছাউনি দেওয়া এই দলীয় কার্যালয়টিই ছিল স্বপনবাবুর নেতৃত্বাধীন তৃণমূলের আঁতুরঘর। পার্টি অফিসের পিছনেই টিনের চালের একটি ছোট্ট ঘরও তৈরি হয়। সেখানেই রাত্রিবাস করতেন স্বপনবাবু। এখান থেকেই জেলার তৃণমূল সভাপতি হিসেবে গোটা জেলার দলীয় কর্মসূচি নির্ধারণ, পালন, ভোটযুদ্ধের পরিকল্পনা হত। এই অফিস থেকেই ভোট পরিচালনা করে ১৯৯৩ সাল থেকে গ্রাম পঞ্চায়েত, ১৯৯৮ সাল থেকে পঞ্চায়েতসমিতি ও পরবর্তীকালে বিধানসভা কেন্দ্রের জয় আজও অব্যাহত। তবে ১৯৮৭ সাল থেকে তৈরি করা এই পার্টি অফিস গুটিয়ে নেওয়ার কাজ আগে থেকেই শুরু করে দিয়েছেন স্বপনবাবু। এদিন দীর্ঘদিনের এই দলীয় কার্যালয়ের ‘কফিনে শেষ পেরেকটি গাঁথলেন’ স্বপনবাবু। আবেগতাড়িত হয়ে বললেন, ‘এই ভাঙাচোরা অফিসটার সঙ্গে কতশত স্মৃতি যে জড়িয়ে আছে, তা ভোলার নয়। দীর্ঘদিন ধরে এই অফিস থেকে কত মানুষকে পরিষেবা দিয়েছি। এই অফিসে রাত কাটিয়েছি। এলাকার কাজ করার চেষ্টা করেছি।’ ভেঙে ফেলা অফিসের কাছেই নিজস্ব জমিতে তৈরি হয়েছে নয়া কার্যালয়। ঠিকানা একটা বদল হল বটে, কিন্তু ‘মন থেকে যে পুরনো অফিসের ঠিকানা জীবনে বদলাতে পারবেন না,’ তা জোর গলায় কবুল করলেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী স্বপন দেবনাথ।
❤ Support Us