Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৮, ২০২৪

মঙ্গলকোটে উরস উৎসবে সম্প্রীতির বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
মঙ্গলকোটে উরস উৎসবে সম্প্রীতির বার্তা

উরস উৎসবে সম্প্রীতির বার্তা। ছড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক অপূর্ব চৌধুরিরা। রবিবার মঙ্গলকোটে পীর হুজুর কেবলা হজরত সৈয়েদোনা ও মওলানা সৈয়দ শাহ্ রাশাদ আলি আল কাদরির উরস মোবারক পালিত হল। এই উপলক্ষ্যে বাংলাদেশের বহু মানুষও মঙ্গলকোটে হাজির হন। সম্প্রীতির বার্তা দিতে উৎসবে উপস্থিত ছিলেন এলাকার হিন্দু সম্প্রদায়েরও বহু মানুষ। উপস্থিত মানুষজনের উদ্দেশে স্বপনবাবুর বার্তা, ‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক সম্প্রীতিকে চোখের মণির মত আগলে রেখেছেন। বিভাজনের ষড়যন্ত্রকে রুখে দিয়েছেন। আসুন সম্প্রীতির সেই সৌরভকে আমরা সবাইমিলে অক্ষুণ্ণ রাখি।’ তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীর ঘোষণা, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা এই উৎসবকে ‘সবার’ করতে যেমন এই মঞ্চে হাজির হয়েছেন, তেমনি হৃদয়েও সেই বার্তাটা গেঁথে নিন।’ জানা গেল, হজরত সৈয়েদানো ১৭৬৭ খ্রিস্টাব্দে মানবতার বার্তা নিয়ে ইরাকের বাগদাদ শহর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে গিয়েছিলেন। মঙ্গলকোট তার মধ্যে অন্যতম। তাই এখানে ফি-বছর এত ধর্মপ্রাণ মানুষের সমাবেশ হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!