Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৪, ২০২৪

শিশুদিবসে শিশুদের পড়ালেন মন্ত্রী স্বপন

আরম্ভ ওয়েব ডেস্ক
শিশুদিবসে শিশুদের পড়ালেন মন্ত্রী স্বপন

বৃহস্পতিবার শিশুদিবসে পূর্বস্থলীর দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমে হাজির হলেন মন্ত্রী স্বপন দেবনাথ। শিশু আবাসিকদের পড়ালেন। গল্প শোনালেন। চকলেট বিলি করলেন। নীতি শিক্ষা দিলেন। ‘স্বপনদাদুকে’ পেয়ে বেজায় খুশি খুদে পড়ুয়া বিপিন, রাজেশ, সুরলীনারা। এলাকার যুবক ব্রজ, রাজেশরা বলছিলেন, ‘স্বপনবাবু মাঝেমাঝেই এখানকার পড়ুয়াদের ক্লাস নেন। নিজে একসময় শিক্ষকতা করতেন। সেই পেশাটাকে ঝালিয়ে নেন।’ আর স্বপনবাবুর কথায়, ‘শিশুরা হচ্ছে সাক্ষাৎ নারায়ণ। ওদের সান্নিধ্য পাওয়া অনেক বড় প্রাপ্তি। সেই লোভেই যখন ফাঁক পাই ছুটে আসি। ওদের সঙ্গে সময় কাটাই।’
এদিকে পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিনটি যথাযথ শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে অন্যরকমভাবে পালন করল পূর্বস্থলীর মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। প্রধানশিক্ষক প্রসেনজিৎ সরকারের সঙ্গে কথা বলে জানা গেল, দৈনন্দিন পঠন-পাঠনের বাইরে শিশুদের সামগ্রিক বিকাশের কথা চিন্তা করে, আজকের দিনটির গুরুত্ব তাদের সামনে তুলে ধরার লক্ষ্যে বিদ্যালয়ের তরফে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হল। প্রভাত ফেরি দিয়ে সূচনা। তারপর নাচ, গান, নাটক, আবৃত্তি, যেমন খুশি সাজো প্রদর্শন। মূল্যবোধের বিষয়কে সামনে রেখে এলাকার দুঃস্থ মানুষদের ফল বিতরণ। এই ফল কিনেছে স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের নিজস্ব হাতখরচ বা পাওনা থেকে জমানো পয়সা দিয়ে। ছিল খেলাধুলার আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, লক্ষ্য দৌড়, বস্তা দৌড় ,বন্ধন মুক্তি দৌড়, টায়ার দৌড়, ব্যাঙ দৌড়, নাম দৌড়, চকলেট দৌড় প্রভৃতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!