- দে । শ
- নভেম্বর ১, ২০২৪
যাত্রায় অভিনয় মন্ত্রী স্বপনের

যাত্রার মাতাল করা কনসার্টের বাজনা আজও নিশির মত টানে সত্তরোর্ধ্ব স্বপন দেবনাথকে। নেমে পড়েন যাত্রার খোলা মঞ্চে। কালীপুজো উপলক্ষে বৃহস্পতিবার রাতেও নাদনঘাটের কোবলায় মহেশ্বরের অভিনয়ে মাতিয়ে দিলেন শ্রোতা-দর্শকদের। ‘যাত্রায় লোকশিক্ষে হওয়া’র দর্শনে বিশ্বাসী রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সেই দর্শন আমজনতার মাঝে ছড়াতে নিজেই নেমে পড়েন মঞ্চে। এবারে অভিনয় করে বললেন, ‘পালার নাম ‘গঙ্গাপুত্র ভীষ্ম’। এই পালায় অন্যায়, মিথ্যাকে হারিয়ে সত্যের জয় দেখানো হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশজুড়ে সত্য আর ন্যায়ের প্রতিষ্ঠার জন্য দিনরাত এক করে খাটছেন। এই পালার মাধ্যমে মানুষের মধ্যে যাতে সত্য ও ন্যায়ের উদ্বোধন হয়, সেই বার্তাই দেওয়া হল।’
এর আগে হিন্দু-মুসলিম সম্প্রীতির উপর ভৈরব গাঙ্গুলির লেখা যাত্রাপালা ‘অশ্রু দিয়ে লেখা’য় গোরাচাঁদ চরিত্রে অভিনয় করেন স্বপনবাবু। শুধু অভিনয় করাই নয়, বিভিন্ন সময়ে দুঃস্থ যাত্রাশিল্পী, কনসার্ট বাজিয়েদেরও পাশে দাঁড়ান স্বপনবাবু। করোনার কারণে লকডাউনের সময় না খেতে পাওয়া বহু যাত্রাশিল্পীর পাশে দাঁড়িয়েছেন স্বপনবাবু। রাজনীতি, মন্ত্রিত্ব-সহ নানা দায়িত্ব সামলেও প্রাণের টানে যাত্রার মঞ্চে নেমে পড়া বা কলাকুশলীদের পাশে দাঁড়ানো স্বপনবাবুর জন্য গর্ব ঝরে তাঁর পরিবার, দলের নেতা-কর্মী থেকে শুরু করে এলাকার বহু সাধারণ মানুষজনের।
❤ Support Us