- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১০, ২০২৪
স্বরাষ্ট, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রেল, বাণিজ্যমন্ত্রকের দায়িত্বে পুরনোরাই।জাহাজ প্রতিমন্ত্রী , শিক্ষা ও উত্তরপূর্বাঞ্চলের প্রতিমন্ত্রকের দায়িত্ব বাংলার দুই

তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভার ভর কেন্দ্রে নেই বিশেষ রদবদল । পুরনোদের অনেকের প্রতিই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোমবার বিকেলে, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বসেছে দিল্লির লোক কল্যাণ মার্গে ।
It has been decided in the Union Cabinet meeting today to provide assistance to 3 crore additional rural and urban households for the construction of houses, to meet the housing requirements arising out of the increase in the number of eligible families.
Govt of India is… https://t.co/LDJ0ngjWpq
— ANI (@ANI) June 10, 2024
সেই বৈঠকেই স্থির হয়েছে ২০১৯ এর মন্ত্রিসভার মতো এবারেও অমিত শাহই স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পালন করবেন । দেশের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং । সড়ক পরিবহনের দায়িত্বে থাকছেন নীতিন গড়কড়ি । এই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন অজয় টামটা ও হর্ষ মালহোত্রা । অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাবেন গত মন্ত্রিসভার অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । পররাষ্ট্র দফতরের দায়িত্ব সামলাবেন এস জয়শঙ্কর । মুম্বই উত্তরের সাংসদ পীযূষ গোয়েলের হাতে থেকে গেল বাণিজ্য এবং শিল্প মন্ত্রক ।
Portfolio for PM Modi-led Union Cabinet announced
Amit Shah, Rajnath Singh, Nitin Gadkari, Nirmala Sitharaman, Dr S Jaishankar Piyush Goyal and Ashwini Vaishnaw retain their ministries. pic.twitter.com/LkZ0MQiTnk
— ANI (@ANI) June 10, 2024
Jitendra Singh to be MoS (Independent Charge) of the Ministry of Science and Technology, Ministry of Earth Sciences
Arjun Ram Meghwal to be MoS (Independent Charge) of the Ministry of Law and Justice and Minister of State in the Ministry of Parliamentary Affairs.
Jayant Chaudhary… pic.twitter.com/hDN1186ero— ANI (@ANI) June 10, 2024
Jitin Prasada to be MoS in the Ministry of Commerce and Industry and in the Ministry of Electronics and Information Technology
Ramdas Athawale to be MoS in the Ministry of Social Justice and Empowerment
Nityanand Rai to be MoS in the Ministry of Home Affairs
Anupriya Patel to be… pic.twitter.com/l7iDuayARf— ANI (@ANI) June 10, 2024
বিদ্যুৎ এবং নগরোন্নয়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর । বিজেপির সর্ব ভারতীয় সভাপতি, জে পি নাড্ডা নয়া মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব সামলাবেন । কৃষি ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান । জেডিইউ নেতা লালন সিং পেলেন পঞ্চায়েতি রাজ, মৎস এবং পশুপালন মন্ত্রকের দায়িত্ব ।
রেলমন্ত্রক থাকছে অশ্বিনী বৈষ্ণবের হাতেই । সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বেও থাকছেন তিনি । শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান । এবার আইনমন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে সংসদীয় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে কিরণ রিজেজুকে । ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী হয়েছেন জিতনরাম মাঁঝি । জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী পেলেন ভারী শিল্পমন্ত্রকের দায়িত্ব ।
ভূপেন্দ্র যাদব পেলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব । নারী এবং শিশুকল্যাণের দায়িত্ব পেলেন অন্নপূর্ণা দেবী । হরদীপ পুরী বহাল থাকলেন পুরনো পদে, পেট্রোপণ্য এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্ব পেলেন তিনি । দায়িত্বে টেলি যোগাযোগ মন্ত্রকের দায়িত্ব এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ।
সর্বানন্দ সোনোয়াল পেয়েছেন জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রক । এই মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার শিক্ষা মন্ত্রক এবং উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দফতর সামলাবেন । অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পেলেন টিডিপি সাংসদ রামমোহন নায়ডু ।
বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশির পেয়েছেন ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবণ্টন মন্ত্রক এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রক । রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসোয়ান পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব । ক্রীড়ামন্ত্রকের দায়িত্বে মনসুখ মান্ডবী । আদিবাসী মন্ত্রকের দায়িত্বে এলনে জুয়েল ওরাওঁ । কয়লা এবং খনি মন্ত্রকের দায়িত্বে জি কিসান রেড্ডি । সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের দায়িত্ব পেলেন গজেন্দ্র সিংহ শেখাওয়াত ।
মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৭২ জন এনডিএ সাংসদ রবিবার শপথ নিয়েছেন । নরেন্দ্র মোদির দিল্লি আবাসে, প্রথম মন্ত্রীসভার বৈঠকেই আবাস যোজনার বিষয় নিয়ে আলোচনা হয় । সেখানে দেশের তিনকোটি মানুষকে বাড়ি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয় । ১৮ জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন । ১৮ ও ১৯ তারিখ হতে পারে নতুন সাংসদদের শপথগ্রহণ । ২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে । ২১ জুন দুই কক্ষের যৌথ অধিবেশন হতে পারে। সেখানে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু
❤ Support Us