Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১০, ২০২৪

স্বরাষ্ট, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রেল, বাণিজ্যমন্ত্রকের দায়িত্বে পুরনোরাই।জাহাজ প্রতিমন্ত্রী , শিক্ষা ও উত্তরপূর্বাঞ্চলের প্রতিমন্ত্রকের দায়িত্ব বাংলার দুই

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বরাষ্ট, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রেল, বাণিজ্যমন্ত্রকের দায়িত্বে পুরনোরাই।জাহাজ প্রতিমন্ত্রী , শিক্ষা ও উত্তরপূর্বাঞ্চলের প্রতিমন্ত্রকের দায়িত্ব বাংলার দুই

তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভার ভর কেন্দ্রে নেই বিশেষ রদবদল । পুরনোদের অনেকের প্রতিই আস্থা রাখলেন প্র‌ধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোমবার বিকেলে, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বসেছে দিল্লির লোক কল্যাণ মার্গে ।

সেই বৈঠকেই স্থির হয়েছে ২০১৯ এর মন্ত্রিসভার মতো এবারেও অমিত শাহই স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পালন করবেন । দেশের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং । সড়ক পরিবহনের দায়িত্বে থাকছেন নীতিন গড়কড়ি । এই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন অজয় টামটা ও হর্ষ মালহোত্রা । অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাবেন গত মন্ত্রিসভার অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । পররাষ্ট্র দফতরের দায়িত্ব সামলাবেন এস জয়শঙ্কর । মুম্বই উত্তরের সাংসদ পীযূষ গোয়েলের হাতে থেকে গেল বাণিজ্য এবং শিল্প মন্ত্রক ।

 


বিদ্যুৎ এবং নগরোন্নয়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর । বিজেপির সর্ব ভারতীয় সভাপতি, জে পি নাড্ডা নয়া মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব সামলাবেন । কৃষি ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান । জেডিইউ নেতা লালন সিং পেলেন পঞ্চায়েতি রাজ, মৎস এবং পশুপালন মন্ত্রকের দায়িত্ব ।

রেলমন্ত্রক থাকছে অশ্বিনী বৈষ্ণবের হাতেই । সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বেও থাকছেন তিনি । শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান । এবার আইনমন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে সংসদীয় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে কিরণ রিজেজুকে । ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী হয়েছেন জিতনরাম মাঁঝি । জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী পেলেন ভারী শিল্পমন্ত্রকের দায়িত্ব ।

ভূপেন্দ্র যাদব পেলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব । নারী এবং শিশুকল্যাণের দায়িত্ব পেলেন অন্নপূর্ণা দেবী । হরদীপ পুরী বহাল থাকলেন পুরনো পদে, পেট্রোপণ্য এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্ব পেলেন তিনি । দায়িত্বে টেলি যোগাযোগ মন্ত্রকের দায়িত্ব এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ।

সর্বানন্দ সোনোয়াল পেয়েছেন জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রক । এই মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার শিক্ষা মন্ত্রক এবং উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দফতর সামলাবেন । অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পেলেন টিডিপি সাংসদ রামমোহন নায়ডু ।

বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশির পেয়েছেন ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবণ্টন মন্ত্রক এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রক । রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসোয়ান পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব । ক্রীড়ামন্ত্রকের দায়িত্বে মনসুখ মান্ডবী । আদিবাসী মন্ত্রকের দায়িত্বে এলনে জুয়েল ওরাওঁ । কয়লা এবং খনি মন্ত্রকের দায়িত্বে জি কিসান রেড্ডি । সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের দায়িত্ব পেলেন গজেন্দ্র সিংহ শেখাওয়াত ।

মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৭২ জন এনডিএ সাংসদ রবিবার শপথ নিয়েছেন । নরেন্দ্র মোদির দিল্লি আবাসে, প্র‌থম মন্ত্রীসভার বৈঠকেই আবাস যোজনার বিষয় নিয়ে আলোচনা হয় । সেখানে দেশের তিনকোটি মানুষকে বাড়ি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয় । ১৮ জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন । ১৮ ও ১৯ তারিখ হতে পারে নতুন সাংসদদের শপথগ্রহণ । ২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে । ২১ জুন দুই কক্ষের যৌথ অধিবেশন হতে পারে। সেখানে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!