- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৭, ২০২২
কব্জির চোট নিয়েও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো মীরাবাই চানুর

তিনমাস ধরেই কব্জিতে চোট সমস্যায় ভুগছেন ভারতীয় মহিলা ভারোত্তোলক মীরাবাই চানু। মাঝে মাঝে ঠিক থাকেও কখনও কখনও যন্ত্রণায় কাবু হয়ে পড়েন। কব্জির চোটের জন্য সম্প্রতি তিনি সেরা ছন্দে ছিলেন না। তা সত্ত্বেও বুধবার কলম্বিয়ার বোগোটাতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ২০০ কেজি উত্তোলনের সঙ্গে সঙ্গে রুপো জিতেছেন মীরাবাই চানু।
টোকিও অলিম্পিকে রুপো বিজয়ী মীরাবাই ৪৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্ন্যাচে তোলেন ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১১৩ কেজি ওজন। মীরাবাই চানুকে পেছনে ফেলে সোনা জিতেছেন চীনের জিয়াং হুইহুয়া। জিয়াং স্ন্যাচে তোলেন ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১১৩ কেজি। দুই বিভাগ মিলিয়ে তোলেন ২০৬ কেজি। টোকিও অলিম্পিকে সোনাজয় হাও জিহুয়াও ১৯৮ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি স্ন্যাচে তোলেন ৮৯ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১০৯ কেজি।
২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন চানু সেপ্টেম্বরে প্র্যাকটিসের সময় কব্জিতে চোট পেয়েছিলেন। অক্টোবরে চোট নিয়ে জাতীয় গেমসেও অংশ নিয়েছিলেন। চোট নিয়েই বিশ্বচ্যাম্পিয়নশিপে নেমেছেন চানু। তাংর কোচ বিজয় শর্মা বলেন, ‘চোট থাকা সত্ত্বেও আমরা বিশ্ব চ্যাম্পিয়নশিপ এড়িয়ে যেতে চাইনি। এবার কব্জির চোটের ওপর ফোকাস করব কারণ পরের ইভেন্টের আগে হাতে অনেক সময় আছে।’ কমনওয়েলথ গেমসের পর এটাই চানুর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। তিনি প্রথমে ৮৪ কেজি ওজন লিফ্ট দিয়ে শুরু করেছিলেন। ৮৭ কেজির দ্বিতীয় প্রচেষ্টাটি নো লিফট হিসাবে বিবেচিত হয়েছিল। প্রত্যাশিতভাবে, চানু বহুল প্রতীক্ষিত ৯০ কেজি লিফটের জন্য যাননি। ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপ হল ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য প্রথম যোগ্যতা অর্জনের ইভেন্ট। তাই চোট নিয়েও প্রতিযোগিতায় নেমেছিলেন চানু। তবে অলিম্পিকের জন্য ২০২৩ বিশ্বচ্যাম্পিয়নশিপ ও ২০২৪ বিশ্বকাপেও নামতে হবে।
❤ Support Us