Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৮, ২০২২

ব্রিসবেনে বৈমাতৃসুলভ আচরণ, ক্ষুব্ধ রোহিত শর্মারা

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রিসবেনে বৈমাতৃসুলভ আচরণ, ক্ষুব্ধ রোহিত শর্মারা

বিশ্বকাপ খেলতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হল ভারতীয় দলকে। রোহিত শর্মাদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করা হয়েছে। যা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ক্রিকেটাররা। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। ভারতীয় দলকে যে এইরকম বৈষম্যমূলক আচরণের সামনে পড়তে হবে, কল্পনাও করতে পারেনি টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপ খেলার জন্য ৬ অক্টোবর অস্ট্রেলিয়া পৌঁছে পার্থে প্রস্তুতি শিবির করেছিল ভারত। সেখানে কয়েকদিন অনুশীলন করার পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুচি প্রস্তুতি ম্যাচ খেলেন রোহিত শর্মারা। এরপর ১৪ অক্টোবর ব্রিসবেন উড়ে যায় ভারত। আইসিসি–র সূচি অনুযায়ী দুটি প্রস্তুতি ম্যাচ ছিল ব্রিসবেনে। ব্রিসবেনে ভারতীয় দলের থাকার জন্য চার তারা হোটেলের ব্যবস্থা করে হয়েছিল। প্রস্তুতি ম্যাচ খেলার জন্য পাকিস্তান ও অস্ট্রেলিয়া দলও ব্রিসবেনে রয়েছে। এই দুটি দলের থাকার জন্য পাঁচ তারা হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার জন্য অধিনায়ক রোহিত শর্মাসহ দলের বাকি সদস্যরা যথেষ্ট অসন্তুষ্ট।

নিয়ম অনুসারে কোনও প্রতিযোগিতায় খেলতে গেলে সব দলকেই একইরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা। আয়োজক দেশকে অন্য দলের চেয়ে ভাল সুযোগ–সুবিধা দিতে হবে, এইরকম কোনও নিয়ম নেই। কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে তা মানা হয়নি। ভারতীয় দলের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর। তবে বিষয়টা নিয়ে বেশি জলঘোলা না করে খেলার ওপর ফোকাস করতে চাইছেন ক্রিকেটাররা। ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তারপর মেলবোর্নে চলে যাবে। সেখানে ২৩ অক্টোবর প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!