Advertisement
  • দে । শ
  • জুন ১৮, ২০২৪

৪৮ ঘণ্টার দীর্ঘ অভিযান, স্পিতির দুর্গম গিরিখাত থেকে উদ্ধার মার্কিন প্যারাগ্লাইডারের দেহ

আরম্ভ ওয়েব ডেস্ক
৪৮ ঘণ্টার দীর্ঘ অভিযান, স্পিতির দুর্গম গিরিখাত থেকে উদ্ধার মার্কিন প্যারাগ্লাইডারের দেহ

হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার কাজার কাছে ১৪,৮০০ ফুট উচ্চতা থেকে নিখোঁজ আমেরিকান প্যারাগ্লাইডার বকস্টাহলার ট্রেভরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১। ইন্দো- টিবেটান বর্ডার পুলিশের একটি দল অভিযানটির নেতৃত্বে ছিল । সম্পূর্ণ উদ্ধারের কাজটি সম্পন্ন হতে সময় লেগেছিল ৪৮ ঘণ্টা।

মার্কিন এই অভিযাত্রী প্যারাগ্লাইডিং করতে যাওয়ার আগে আমেরিকাবাসী বাবা-মাকে তাঁর অভিযানের পরিকল্পনাটি জানিয়ে গিয়েছিলেন। পাশাপাশি জানিয়েছিলেন তাঁর গন্তব্যও। ১০জুন নেপাল সফরে আসেন ট্রেভর। তারপর হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় আসার পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ১৩ জুন উদ্বিগ্ন পিতামাতা মার্কিন বিপর্যয় মোকাবিলা দফতর ও আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীকালে ইন্দো- টিবেটান বর্ডার পুলিশের তরফ থেকে দ্রুত উত্তর আসে।

ডি আই জি প্রেম সিং জানিয়েছেন, ‘এটি একটি কঠিন অনুসন্ধানপর্ব ছিল । আমাদের বাহিনীকে ওঁর মৃতদেহ উদ্ধারের জন্য ২৩ হাজার ফুট উচ্চতায় প্রায় ৯০ ডিগ্রির কাছাকাছি উল্লম্ব একটি বাঁক বেয়ে উঠতে হয়েছিল। ‘ প্রেম সিং-এর আগে এভারেস্ট যাওয়ার অভিজ্ঞতা আছে। একজন অভিজ্ঞ পর্বতারোহী রূপে খ্যাতি আছে তাঁর। সম্পূর্ণ অপারেশনটি অবশ্য ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একার কৃতিত্বে হয়নি। ভারতীয় সেনাবাহিনীর ডোগরা রেজিমেন্ট ,স্টেশন হাউস অফিসারের নেতৃত্বাধীন পুলিশের একটি দলও তাশিগাঙ্গের কাছে আই টি বিপির সঙ্গে যোগ দেয় এবং সম্পূর্ণ অভিযানটি সম্পন্ন করে।

ঘটনাটি প্রথম পুলিশের নজরে আনেন একদল গ্রামবাসী। তাঁরা পাহাড়ের এক কিনারে একটি বেওয়ারিশ বাইককে প্রায় দুদিন ধরে পড়ে থাকতে দেখেন। উল্লেখ্য, বেওয়ারিশ বাইকের মালিক ট্রেভর স্বয়ং। এরপর সেনাবাহিনীর তরফে কিছু ড্রোনকে আকাশে উড়িয়ে দেওয়া হয়। ড্রোনের ক্যামেরা আবিষ্কার করে পাহাড়ের নির্দিষ্ট একটি স্থানে একদল শকুন চক্কর কাটছে। অনুসন্ধানকারীদের তখনই মনে হয় ট্রেভরের দেহ ওখানে থাকলেও থাকতে পারে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে , অনেক কষ্ট সহ্য করে শেষমেশ বাহিনী ট্রেভরের দেহ উদ্ধার করে।

আইটিবিপি উদ্ধারের দলটির নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর তেনজিন (টিম লিডার ও আইটিবিপি মাউন্টেন রেসকিউ টিমের সদস্য), কনস্টেবল কপিল রানা (বিখ্যাত আইটিবিপি পর্বতারোহী), কনস্টেবল পদম টন্ডুপ, কনস্টেবল সঞ্জয় সিং ও কনস্টেবল রিগজিন নামগিয়াল । ইন্সপেক্টর তেনজিন বাদে, দলের সকল সদস্য অভিজাত আইটিবিপি কেন্দ্রীয় পর্বতারোহণ দলের সদস্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!