- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৪, ২০২২
সাকলাইনের রেকর্ড ভেঙে মাইলস্টোন মিচেল স্টার্কের

জিম্বাবোয়ের কাছে তৃতীয় একদিনের ম্যাচে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দল হারলেও একদিনের ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। সব থেকে কম ম্যাচে পৌঁছে গেলেন ২০০ উইকেটের মাইলস্টোনে। মাত্র ১০২ ম্যাচ খেলে একদিনের ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হলেন মিচেল স্টার্ক। ভেঙে দিলেন পাকিস্তানের সাকলাইন মুস্তাকের রেকর্ড।
এতদিন সব থেকে কম ম্যাচে ২০০ উইকেটের মালিক ছিলেন সাকলাইন মুস্তাক। ১০৪ ম্যাচে তিনি ২০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন। মিচেল স্টার্কের প্রাক্তন সতীর্থ ব্রেট লি ২০০ উইকটের মাইলস্টোনে পৌঁছেছিলেন ১১৩ ম্যাচ খেলে। দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ১১৭ ম্যাচ খেলে ২০০ উইকেট পেয়েছিলেন। আর পাকিস্তানের ওয়াকার ইউনিসের ২০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন ১১৮টি ম্যাচ খেলে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে রায়ান বার্লকে তুলে নিয়ে ২০০ উইকেটে পৌঁছন মিচেল স্টার্ক। ম্যাচে ৮ ওভারে ৩৩ রান দিয়ে ১টি উইকেট পান তিনি। জিম্বাবায়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে দারুণ ছন্দে ছিলেন স্টার্ক। প্রথম ম্যাচে তুলে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট। আর তৃতীয় ম্যাচে নেন ১ উইকেট। প্রথম দুটি একদিনের ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে ভরে নিয়েছিল অস্ট্রেলিয়া।
❤ Support Us