- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১০, ২০২৪
অসুস্থ মিঠুন চক্রবর্তী । ভর্তি হাসপাতালে
হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । শনিবার সকালে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পরেন তিনি । বুকে ব্যথা নিয়ে বসে পরেন শুটিং ফ্লোরে । সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের অ্যাপলো হাসপাতালে ।
অভিনেতা এবং তূণমূল সাংসদ সোহম চক্রবর্তীর শাস্ত্রী ছায়াছবির শুটিং ফ্লোরে অসুস্থ বোধ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । দেরি না করে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে পৌঁছতেই শুরু হয় চিকিৎসা । ডাক্তাররা এমআরআই করেন তাঁর । সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা।
সম্প্রতি মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা সমাদৃত হয়েছিল দর্শক মহলে। তার আগে তাঁর প্রজাপতি সিনেমাটিও চিত্তজয় করেছিল দর্শকদের ।এরপরই সোহম চক্রবর্তীর নতুন ছবিতে কাজ শুরু করেন তিনি । সেই সেটেই আজ সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি ।
তিনবার জাতীয় পুরষ্কারে সম্মানিত হয়েছেন জনচিত্ত জয়ী অভিনেতা মিঠুন । সম্প্রতি পদ্মভূষণ সম্মানও পেয়েছেন তিনি ।
❤ Support Us