Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৯, ২০২৩

পঞ্চায়েত নির্বাচন আবহেই মমতাকে নিয়ে দীপক ঘোষের নতুন বই “মিথ্যাশ্রী”। টুইট শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত নির্বাচন আবহেই মমতাকে নিয়ে দীপক ঘোষের নতুন বই “মিথ্যাশ্রী”। টুইট শুভেন্দুর

একদিকে বুধবার যখন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হচ্ছে ঠিক তখনই কলকাতা প্রেস ক্লাবে প্রাক্তন আমলা ও তৃণমূল বিধায়ক দীপক কুমার ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ো তাঁর নতুন বই “মিথ্যাশ্রী” প্রকাশ করলেন। বইয়ের প্রচ্ছদ জুড়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপক কুমার ঘোষ “মিথ্যাশ্রী” বইটি  প্রকাশ অনুষ্ঠানে  বলেন, “বইটির বিষয়বস্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই। বইয়ের নামের সঙ্গেও সামঞ্জস্য রয়েছে সামগ্রিক বিষয়বস্তুর।”

এদিকে দীপক কুমার ঘোষের এই বই প্রকাশের পর বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, “গতকাল প্রাক্তন বিধায়ক শ্রী দীপক ঘোষ মহাশয়ের লেখা একটি নতুন বই প্রকাশিত হয়েছে। বইটির নাম “মিথ্যাশ্রী”।আমার শুভেচ্ছা রইল, বইটি নিশ্চই বাঙালি পাঠক-পাঠিকাদের মনে জায়গা করে নেবে। আশা করি ভবিষ্যতে যখন এই বইটির নতুন সংস্করণ প্রকাশিত হবে তখন “রেল দুর্ঘটনা ও ক্ষতিপূরণ” অধ্যায়টি ও যুক্ত হবে।”

দীপক কুমার ঘোষ এর আগে যে বইগুলি লিখেছেন সেগুলি হল, “মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি”, “এ কেমন মমতা”, “সাদা মমতা কালো মমতা” ইত্যাদি। বইগুলি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশিত হয়েছে। তবে সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করে এই বইগুলো নিষিদ্ধ না হলেও  বইগুলির  বিক্রির উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি আছে।

বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অনেক বিরোধী নেতাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কেমন, তা ব্যাখ্যা করতে গিয়ে  দীপক কুমার ঘোষের বইগুলোকেই ব্যবহার করেন। মুখ্যমন্ত্রীর পারিবারিক নানা বিষয় এই বইগুলিতে থাকায় বইগুলি খুব স্বাভাবিক ভাবেই বিতর্কিত হয়ে ওঠে। খোলা বাজারে দীপক কুমার ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা এই বইগুলো না পাওয়া গেলেও বইয়ের পিডিএফ সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে যে কেউ পড়তে পারেন।

প্রেস ক্লাবে মিথ্যাশ্রী নামক নতুন বইটির প্রকাশ অনুষ্ঠানে লেখক দীপক ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, সমাজসেবী পুলক রায় এবং বহু বিশিষ্ট আইনজীবী। শুভেন্দু অধিকারী-সহ বিরোধী নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী দেওয়ার দাবি তোলেন।

“মিথ্যাশ্রী”, বইটিতে কী আছে? বই প্রকাশ অনুষ্ঠানে সোটা খুব স্পষ্ট করে বলেননি লেখক। তবে তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কখনও তাঁর আত্মজীবনীতে লেখেন তাঁর জন্ম কলকাতায়, কখনও লেখেন বীরভূমের গ্রামে।”

কোনও ব্যক্তি তাঁর আত্মজীবনীতে দুটো জন্মস্থান কেন লেখেন তা নিয়ে এই বইতে প্রশ্ন তুলেছেন লেখক। তিনি আরও বলেন, নাইন-টেন পাশ করে স্কুল ফাইনাল দেওয়ার কথা তিনি এক জায়গায় লিখেছেন। আবার বলেছেন, বাবা তাঁর জন্য ফলস বার্থ সার্টিফিকেট এনে দিয়েছিলেন বয়স বাড়িয়ে দেখাতে। তারপর লেখকের প্রশ্ন, তাহলে কি নিজের বাবাকে নিয়েও মিথ্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

দীপক কুমার ঘোষের দাবি,  নিজের পারিবারিক অবস্থা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মিথ্যাচার করেছেন তেমনই যে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই নেই সেখান থেকে ডক্টরেট লাভের কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ব্যক্তিগত বিষয়ক সম্পর্কিত কোনও বিস্ফোরক, বিতর্কিত অধ্যায় মিথ্যাশ্রী বইটিতে আছে কিনা তা স্পষ্ট করেননি লেখক।

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে শ্রী যোগ করেন মুখ্যমন্ত্রী। পথশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী ইত্যাদি। এসবের সঙ্গে সামঞ্জস্য রেখেই বই মিথ্যাশ্রী। তথাগত রায় বলেন, বইটি পড়ে দেখলে বুঝতে পারব এতে কী রয়েছে। তবে এমন কিছু নিশ্চিতভাবেই রয়েছে যা পড়ে মমতা সন্তুষ্ট হবেন না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!