Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২১, ২০২৩

ভিকি হত্যার দায়ে গ্রেফতার অর্জুনের আত্মীয়। ক্ষুব্ধ অর্জুন বললেন, “ষড়যন্ত্র”

আরম্ভ ওয়েব ডেস্ক
ভিকি হত্যার দায়ে গ্রেফতার অর্জুনের আত্মীয়। ক্ষুব্ধ অর্জুন বললেন, “ষড়যন্ত্র”

ভিকি যাদব খুনে সঞ্জিত সিং ওরফে পাপ্পু গ্রেফতার। ধমত সঞ্জিত সিং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জিত। অর্জুন সিং বর্তমানে তৃণমূলে রয়েছেন। সঞ্জিতকে দলীয় কর্মী খুনের জন্য গ্রেফতার করল পুলিশ। গত ২২ নভেম্বর বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভিকি যাদব। তাঁকে বাড়িতে এসে নাম জিজ্ঞাসা করে আততায়ীরা গুলি করে খুন করে। এই ঘটনায় সঞ্জিতই মাস্টারমাইন্ড বলে বার বার দাবি করছিল মৃতের পরিবার। এবার সেই সঞ্জিতকেই গ্রেফতার করল পুলিশ।

বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দারা ডেকে পাঠান সঞ্জিতকে। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জেরায় অসঙ্গতির কারণেই সঞ্জিতকে গ্রেফতার করল পুলিশ।সঞ্জিত ভিকি খুনে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের।

গত ২২ নভেম্বর ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব নিজের বাড়ির উঠোনে খুন হন। ভিকিকে প্রথমে তাঁর নাম জিজ্ঞেস করে আততায়ীরা। তার পর সে নাম বলতেই তাঁকে এলোপাথাড়ি গুলি করে আততায়ীরা। তার আগে ২০২১ সালে ভাটপাড়ায় তৃণমূল সমর্থক আকাশ যাদব খুন হন। আকাশের খুনের ঘটনায় ভিকি ছিলেন অন্যতম সাক্ষী। সেই জন্যই তাঁকে খুন হতে হল কিনা, প্রশ্ন ওঠে গোড়াতেই। এবার গ্রেফতার হলেন সঞ্জিত।

ভাড়াটে খুনি দিয়ে ভিকিকে খুন করানো হয়েছে বলে দাবি ছিল তাঁর পরিবারের। সেই সময়ই সঞ্জিতের নাম সামনে এসেছিল। তারপর তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেট। পুলিশের অনুমান, ভিকি খুনের সঙ্গে সরাসরি জড়িত সঞ্জিত। ভিকি খুন হওয়ার পর তৃণমূলের অন্তর্দ্বন্দ্বও প্রকাশ্যে চলে আসে। অর্জুনের পরিবারের লোকজন খুনের ঘটনায় যুক্ত বলে দাবি করেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি একটি ছবি দেখিয়ে দাবি করেন ভাটপাড়ার সাংসদের আত্মীয় ভিকিকে খুন করেছে। তার পরেই সঞ্জিতকে বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করল। এদিকে নিজের আত্মীয় সঞ্জিত সিংকে ভিকি খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, আমি বিষয়টা দলের কাছে জানিয়েছি। আমার আত্মীয়কে গ্রেফতার করা ষড়যন্ত্র, অর্জুনের ষড়যন্ত্রের অভিযোগের অভিমুখ সোমনাথ শ্যামের দিকে।
এদিকে এই ঘটনায় উত্তর ২৪ পরগণার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, “তৃণমূল এখন নিজেদের মধ্যে সন্দেহভাজনদের খুনের খেলায় মেতেছে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!