- এই মুহূর্তে
- মার্চ ৭, ২০২২
৩৫ মিনিট ফোনালাপ সারলেন মোদি-জেলেনস্কি, উদ্ধার কাজে গতি বৃদ্ধিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আরও একদফা বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোমবার দুদেশের মধ্যে এই বৈঠক হয়। কথা হয় ফোনে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, দু’দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে ফোনে মোট ৩৫ মিনিট কথা হয়েছে। মোদি জেলেনস্কিকে বলেছেন, ক্রমাগত আলোচনার টেবিলে থেকে যে ভাবে দুদেশ সমস্যা সমাধানের চেষ্টা করছে, তা উল্লেখযোগ্য । রুশ ও ইউক্রেনের তৃতীয় দফার বৈঠকে যুদ্ধ থামানোর জন্য যা ব্যবস্থা করার তা করতেই কথা বলবে দু’দেশ।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে আরও খবর, মোদি জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছে উদ্ধারকাজে সাহায্য করার জন্য। বিপুল সংখ্যায় ভারতীয় পড়ুয়ারা ইউক্রেনে আটকে রয়েছেন। তাঁদের জন্য আলাদা করে বিশেষ প্রকল্প চালু করে উদ্ধারকার্য চালাচ্ছে ভারত। সেই কাজে ইউক্রেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে সে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপাতত পশ্চিম ইউক্রেনের সামি শহর থেকে ভারতীয়দের উদ্ধাররে কাজ চলছে।
উদ্ধারকাজের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ইউক্রেন ও রাশিয়া, দুদেশই। সম্প্রতি যুদ্ধ বিরতি ঘোষণার মাধ্যমে নিরাপদ করিডর তৈরির বিষয়ে দুই দেশই ঐক্যমতে পৌঁছয়। সেই ঐক্যমতের মাধ্যমে কিভ, খারকিভ, সামি, মারিওপোল নামে শহরগুলি থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য প্যাসেজ বা পথ তৈরি করে দুদেশই। ভারতের নাগরিকরাও সেই পথে নিরাপদ আশ্রয়ে পৌঁছে যেত পারেন।
এর পাশাপাশি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হতে পারে বলে শোনা গিয়েছে। প্রথম থেকেই ভারত যুদ্ধ থামিয়ে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার কথা বলে এসেছে। রাষ্ট্রসংঘের ভোটাভুটিতেও অংশ নেয়নি ভারত, সরাসরি ইউক্রেন বা রাশিয়া, কোনও পক্ষেই যায়নি। পররাষ্ট্র নীতি মোতবেক দুদেশের প্রতি সম মনেভাব দেখিয়েছে। ভবিষ্যতেও সেই পথেই হাঁটবেন মোদি, মনে করা হচ্ছে এমনই।
❤ Support Us