Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৩

দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে “তেজস”-এর সওয়ারী হলেন নরেন্দ্র মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে “তেজস”-এর সওয়ারী হলেন নরেন্দ্র মোদি

শনিবার সকালে যুদ্ধবিমান “তেজস”-এ চড়ে আকাশে চক্কর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের কোনও প্রধানমন্ত্রী এই প্রথম যুদ্ধ বিমানে সওয়ারী হলেন। প্রধানমন্ত্রীর পরনে ছিল ভারতীয় বায়ুসেনার পোশাক। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের গুণমান প্রমাণ করে দেখলেন প্রধানমন্ত্রী স্বয়ং। তীব্র গতিতে আকাশে উড়লেন প্রধানমন্ত্রী। বায়ুসেনার যুদ্ধবিমানে সওয়ার অবস্থায় নরেন্দ্র মোদির সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও, অসমের তেজপুরে এসইউ-৩০এমকেএই যুদ্ধবিমানে সওয়ার হন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকালে বেঙ্গালুরুর রাষ্ট্রায়াত্ত সংস্থা হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেডের দফতরে হাজির হন। সেখানে যুদ্ধবিমান নির্মাণ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় তিনি ঘুরে দেখেন। সেই সময় তাঁর পরনে ছিল ভারতীয় বায়ুসেনার পাইলটের পোশাক। হেলমেট হাতে নিয়ে দৃঢ় পদক্ষেপে প্রধানমন্ত্রী এগিয়ে আসেন রানওয়ে দিয়ে। এর পর সোজা একটি ‘তেজস’ যুদ্ধবিমানে সওয়ার হন। তীব্র গতিতে চক্কর কাটেন আকাশে।

তেজস থেকে নেমে সোশ্যাল মিডিয়ায় নিজের তেজস চড়ার অভিজ্ঞতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “তেজসে সফল ভাবে সফরটি  সম্পূর্ণ করলাম। এক অনন্য অভিজ্ঞতায় অত্যন্ত সমৃদ্ধ হলাম, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমানে চড়ে নিজেদের ক্ষমতা সম্পর্কে বাড়ল আত্মবিশ্বাস। দেশের সম্ভাবনা নিয়ে আবারও গর্ব অনুভব করছি, ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী আমি।”

ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার ব্যবহৃত যুদ্ধবিমান “তেজস” এক আসনের ছোট্ট একটি বিমান। কিন্তু এদিন প্রধানমন্ত্রী যে বিমানটিতে চাপেন, সেটি দুই আসনের। প্রশিক্ষণের ক্ষেত্রে এই দুই আসনের তেজস ব্যবহৃত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসেছিলেন তেজস-এর পিছনের আসনে। চালকের আসনে ছিলেন প্রশিক্ষিত পাইলট। ক্যামেরার দিকে থাকিয়ে আকাশে ওড়ার আগে থামস আপ দেখিয়েছেন প্রধানমন্ত্রী। তার পরই তীব্র গতিতে আকাশে উড়ে যায় তেজস।

অপেক্ষাকৃত হালকা ওজনের যুদ্ধবিমান “তেজস”। তেজস ৪.৫ জেনারেশন মাল্টি রোল যুদ্ধবিমান। আকাশপথে শত্রুপক্ষের মোকাবিলা করার পাশাপাশি, মাটিতেও সমান দক্ষতায় হামলা চালাতে পারে এই তেজস। হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেড এই “তেজস” যুদ্ধবিমানের নির্মাতা। প্রথমে বায়ুসেনার জন্যই এই যুদ্ধবিমানটির নির্মাণ হয়েছিল। পরবর্তী কালে নৌবাহিনীর জন্যও অন্য একটি সংস্করণ তৈরি করা হয়। জলসীমার নিরাপত্তা পর্যবেক্ষণের কাজে সেই তেজসটি ব্যবহার করা হয়।

“তেজস”কে আরও আধুনিক করে তোলার লক্ষ্যে আমেরিকার সঙ্গে দিল্লির সামরিক চুক্তিও হয়েছে। তার আওতায় আরও শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে “তেজসে”র নতুন সংস্করণ এলসিএ তেজস এএমআরকে ১এ আনা হবে। মান্ধাতা আমলের মিগ-২১ যুদ্ধবিমানের বিকল্প করে তোলা হবে নতুন তেজসকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!