- দে । শ
- নভেম্বর ২, ২০২৩
রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শেষ হলেই লোকসভা ভোটের আসন সমঝোতা নিয়ে আলোচনা, বললেন মহম্মদ সেলিম
বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান , ‘‘সিপিএমের তিন দিনের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে আমরা লোকসভা ভোটের কৌশল চূড়ান্ত করব। তার এক সপ্তাহের মধ্যেই আসন সমঝোতার বিষয়ে আলোচনা শুরু হয়ে যাবে।’’
আগামী রবিবার সিপিএমের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শেষ হবে। সিপিএম রাজ্য সম্পাদক জানান, রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শেষের পর প্রথমে বামফ্রন্টের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে। তার পর অন্য দলগুলির সঙ্গে কথা বলা হবে। এই অন্য দল কারা? তা অবশ্য স্পষ্ট করেননি সিপিএম রাজ্য সম্পাদক। তবে অনেকের মতে, এ ক্ষেত্রে সেলিম কংগ্রেস ও আইএসএফের কথাই বলতে চেয়েছেন। আরও একটু এগিয়ে ভাবলে বামফ্রন্টের শরিক দলের বাইরে অন্য বামদলগুলির সঙ্গেও আলোচনার পথ খোলা আছে, সেলিমের বক্তব্যে সেই আভাস এদিন পাওয়া গেছে।
তবে আইএসএফকে নিয়ে সিপিএমের মধ্যেই কারও কারও আপত্তি ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় উঠেছিল। তাই আইএসএফকে কতটা জায়গা ছাড়া হবে বা হওয়া উচিত সেটা নিয়ে সিপিএমের রাজ্যকমিটির বর্ধিত অধিবেশনে আলোচনা হবে।
সিপিএম রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে সমস্ত জেলার সম্পাদকমণ্ডলীর সদস্যেরা থাকবেন। এ ছাড়াও গণসংগঠনগুলির বাছাই করা কিছু নেতৃত্বও এই অধিবেশনে উপস্থিত থাকবেন। সিপিএমের হাওড়া জেলা পার্টি অফিসে শুক্রবার এই বর্ধিত অধিবেশনের সূচনা করবেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ইয়েচুরির ছবি সংবাদ মাধ্যমে আসার পর এই প্রথম পশ্চিমবঙ্গে সিপিএম রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে আসছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
❤ Support Us