- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৩, ২০২৩
‘পাকিস্তানের ক্রিকেটাররা আমার সাফল্য হজম করতে পারেনি’, কড়া সমালোচনা মহম্মদ সামির
সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন ভারতের জোরে বোলার মহম্মদ সামি। হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ার পর প্রথম একাদশে সুযোগ পান তিনি। ৭ ম্যাচে তুলে নেন ২৪ উইকেট। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কারও ছিনিয়ে নিয়েছেন। মহম্মদ সামির এই সাফল্য দেখে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা প্রতারণার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, বিশ্বকাপে সামি ও ভারতীয় বোলারদের আলাদা বল দেওয়া হয়েছিল। আর তার জন্যই বাড়তি সুবিধা পেয়েছেন সামি।
হাসান রাজার মন্তব্যের জবাব বিশ্বকাপ চলাকালীনই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন সামি। এবার আরও তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন হাসান রাজাকে। সামির দাবি, পাকিস্তানের ক্রিকেটাররা তাঁর সাফল্য হজম করতে পারেননি বলেই প্রতারণার অভিযোগ এনেছেন। পুমার এক অনুষ্ঠানে সামি বলেন, ‘গত কয়েকদিন থেকে আমি অনেক কথা শুনছিলাম। প্রথম চারটি ম্যাচে আমি প্লেইং ইলেভেনে ছিলাম না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যখন আমাকে দলে নেওয়া হয়েছিল, ৫ উইকেট তুলে নিয়েছিলাম। পরের দুটি ম্যাচে ৪ ও ৫ উইকেট পেয়েছিলাম। পাকিস্তানের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার আমার এই সাফল্য হজম করতে পারেননি। আসলে তাঁরা সব সময় মনে করে, ওরাই সেরা। আমার মতে, যেসব ক্রিকেটাররা প্রয়োজনের সময় পারফর্ম করে তারাই সেরা।’
সামি আরও বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে, আর ১০ জন বোলার যেন আমার মতো ভাল পারফরমেন্স করে। আমি কাউকে হিংসা করি না। কোনও ক্রিকেটার যদি অন্যের সাফল্য উপভোগ করতে না পারে, তাহলে সে ভাল খেলোয়াড় হয়ে উঠতে পারবে না। পাকিস্তানের বেশকিছু ক্রিকেটার মনে করে যে, তারাই সেরা। তাই তারা কখনও অন্যের ভাল দেখতে পারে না।’ তিনি আরও বলেন, ‘যারা এই ধরনের মন্তব্য করেছেন, তারা যদি খেলোয়াড় না হত, তাহলে ঠিক ছিল। কিন্তু আপনি একজন প্রাক্তন ক্রিকেটার। আমার মনে হয় না, এর জবাবে আমার অন্য কিছু বলার আছে।’ পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি ভাল হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন সামি।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে প্রথমদিকে সুযোগ পাননি সামি। বাংলাদেশের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান হার্দিক পান্ডিয়া। এরপরই প্রথম একাদশে সুযোগ পান। বাকি ৭ ম্যাচে তুলে নেন ২৪ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জীবনের সেরা বোলিং করে ৫৭ রানে তুলে নিয়েছিলেন ৭ উইকেট। এবারের বিশ্বকাপে একাধিক নজিরও গড়েছেন ভারতীয় দলের এই জোরে বোলার।
❤ Support Us