- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৯, ২০২৪
ইংল্যান্ড সিরিজের শুরুতেই নেই। কবে মাঠে ফিরবেন? বড় আফডেট দিলেন মহম্মদ সামি
বিশ্বকাপের শেষদিকে গোড়ালিতে চোট পেয়েছিলেন মহম্মদ সামি। ব্যাথা কমানোর ইঞ্জেকশন নিয়েই বিশ্বকাপের শেষদিকের ম্যাচগুলি খেলেছিলেন। চোট না সারায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টেও খেলতে পারবেন না মহম্মদ সামি। তিনি খেলতে না পারলে ভারতীয় দল বড় ধাক্কা খাবে। কারণ, সামির জায়গা ভরাট করার মতো জোরে বোলার এই মুহূর্তে ভারতীয় দলে নেই।
ঘরের মাঠে ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। অথচ এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি সামি। গোড়ালির চোটের জন্য এখনও নেটে বোলিংই শুরু করতে পারেননি দেশের অন্যতম সেরা এই জোরে বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গেলে তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দিতে হবে। যদি ফিটনেস টেস্টে পাশ করেন, তবেই নির্বাচকরা তাঁকে বিবেচিত করবেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাঁকে দলে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু ফিট না হওয়ায় সামি দক্ষিণ আফ্রিকার সিরিজ থেকে ছিটকে যান। তাঁর জায়গায় আবেশ খানকে নেওয়া হয়। সামির ব্যাপারে টিম ম্যানেজমেন্ট একেবারেই তাড়াহুড়ো করতে রাজি নয়। পুরোপুরি ফিট না হলে মাঠে নামাতে চায় না। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সম্ভবত ২ জোরে বোলার ও ৩ স্পিনারে খেলবে। সেক্ষেত্রে প্রথম দুটি টেস্টে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের ওপর ভরসা করা হবে। সামি ফিট হলে পরের দিকে বুমরা ও সিরাজের মধ্যে কাউকে বিশ্রাম দিয়ে সামিকে খেলানো হবে।
নিজের চোটের প্রসঙ্গে সামি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘রিহ্যাব দারুণ ছলছে। আমার রিহ্যাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডাক্তার, ফিজিওরা খুশি। যেভাবে উন্নতি হচ্ছে, আশা করছি ইংল্যআন্ড সফরেই আবার ফিরে আসব। প্রত্যাবর্তনের জন্য এই ইংল্যান্ড সিরিজকেই টার্গেট করেছি।’ চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে না পারা আক্ষেপও রয়েছে সামির। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ টেস্ট সিরিজ হয়েছে। দুভার্গ্যজনকভাবে আমি চোটের জন্য এই সিরিজে খেলতে পারিনি। আশা করছি, দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরব। ইংল্যান্ড সিরিজে দেখতে পাবেন।’
ঘরের মাঠে ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। অথচ এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি সামি। গোড়ালির চোটের জন্য এখনও নেটে বোলিংই শুরু করতে পারেননি দেশের অন্যতম সেরা এই জোরে বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গেলে তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দিতে হবে। যদি ফিটনেস টেস্টে পাশ করেন, তবেই নির্বাচকরা তাঁকে বিবেচিত করবেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাঁকে দলে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু ফিট না হওয়ায় সামি দক্ষিণ আফ্রিকার সিরিজ থেকে ছিটকে যান। তাঁর জায়গায় আবেশ খানকে নেওয়া হয়। সামির ব্যাপারে টিম ম্যানেজমেন্ট একেবারেই তাড়াহুড়ো করতে রাজি নয়। পুরোপুরি ফিট না হলে মাঠে নামাতে চায় না। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সম্ভবত ২ জোরে বোলার ও ৩ স্পিনারে খেলবে। সেক্ষেত্রে প্রথম দুটি টেস্টে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের ওপর ভরসা করা হবে। সামি ফিট হলে পরের দিকে বুমরা ও সিরাজের মধ্যে কাউকে বিশ্রাম দিয়ে সামিকে খেলানো হবে।
নিজের চোটের প্রসঙ্গে সামি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘রিহ্যাব দারুণ ছলছে। আমার রিহ্যাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডাক্তার, ফিজিওরা খুশি। যেভাবে উন্নতি হচ্ছে, আশা করছি ইংল্যআন্ড সফরেই আবার ফিরে আসব। প্রত্যাবর্তনের জন্য এই ইংল্যান্ড সিরিজকেই টার্গেট করেছি।’ চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে না পারা আক্ষেপও রয়েছে সামির। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ টেস্ট সিরিজ হয়েছে। দুভার্গ্যজনকভাবে আমি চোটের জন্য এই সিরিজে খেলতে পারিনি। আশা করছি, দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরব। ইংল্যান্ড সিরিজে দেখতে পাবেন।’
❤ Support Us