- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৪, ২০২৩
“অভিষেককে কাল্টিভেট করা হচ্ছে, ঠিক যেমন মমতাকে করা হয়েছিল”, বললেন মহম্মদ সেলিম

দিল্লিতে গান্ধি জয়ন্তীর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রঙ্গমঞ্চ সাজিয়ে দিয়েছে বিজেপি। বুধবার সিপিএম রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি এদিন নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে ইউএপিএ ধারায় গ্রেফতারির তীব্র সমালোচনা করে বলেন, “নিউজ ক্লিকের একটা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মুখ আছে। তারা সরকারের দোষত্রুটি তুলে ধরছিল। তাই তাদের কন্ঠরোধ করা হল। প্রবীর পুরকায়স্থ ইমারজেন্সির সময় একবার গ্রেফতার হয়েছিলেন, তখন তিনি ছাত্র৷ এবার আবার গ্রেফতার হলেন, এখন ইমারজেন্সি ২ চলছে।”
১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি গিয়ে আন্দোলনকে কটাক্ষ করে এদিন মহম্মদ সেলিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হচ্ছে, ধমক,চমক কমে যাচ্ছে, তাই অভিষেককে কাল্টিভেট করা হচ্ছে। ঠিক যেমন মমতাকে বিজেপি কাল্টিভেট করেছিল। ১৫ অগাস্ট, ২ অক্টোবর দিল্লির ওই সব জায়গায় সাধারণের প্রবেশাধিকার থাকে না। আর গান্ধিজির জন্মদিনে রাজঘাটে গিয়ে অভিষেক প্রেস কনফারেন্স করলেন, জুতো, মোবাইল চুরি হল, সেলফি তোলা হল! আসলে বিজেপি অভিষেককে রঙ্গমঞ্চ সাজিয়ে দিল। ১০০ দিনের কাজের টাকা তারাই পাবেন যাঁরা জবকার্ড হোল্ডার। এখানে দুর্নীতি হল। আমরা কেন্দ্রকে জানালাম, ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তের দাবি জানালা। কেন্দ্র থেকে বলা হল তদন্তের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। তাই বোঝা যাচ্ছে ১০০ দিনের কাজের টাকা আদায়ের নামে আন্দোলন না নাটক হচ্ছে। বাংলার বিজেপি, তৃণমূল সাংসদরা সব অপদার্থ। কেন সংসদ চলার সময় ১০০ দিনের টাকা নিয়ে আলোচনা করে না, দাবি তোলে না? সংসদ অধিবেশন শেষ হওয়ার পর নাটক হচ্ছপ?”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী দমদম বিমান বন্দরে সোনা নিয়ে ধরা পড়ার সময় তাঁকে কাস্টমসের হাত থেকে রক্ষা করেছিলেন অরুণ জেটলি, বুধবার এই দাবি করে সেলিম বলেন, “অরুণ জেটলি, প্রাক্তন অর্থমন্ত্রীর একটা ফোনে সেদিন বিমান বন্দরে কাস্টমস অভিষেকের স্ত্রীকে কলকাতা পুলিশের হাতে ছেড়ে দিয়েছিল। কারণ অরুণ জেটলির কাছে নবান্ন থেকে ফেন গিয়েছিে।”
এই প্রসঙ্গ ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত অভিষেকের সম্পর্কে তদন্তকে “সেটিং” বলে এদিনও বিঁধলেন। সিপিএম রাজ্য সম্পাদক বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কখনও নবান্নে, কখনও রাষ্ট্রপতির ডিনারে কথা হচ্ছে। তবেই না অভিষেকের ইডি-র তলবের সময় তাঁর মাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন, দুবাই যেতে পারেন! কেন না ইডিতো বলেই দিয়েছে, অভিষেককে গ্রেফতার করবে না। ওই যে মামা-ভাগ্নে খেলা হয় না, এটা তেমন পিসি-ভাইপো খেলা।”
আগামীকাল বৃগস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজভবন অভিযান প্রসঙ্গে সেলিম বলেন, “আনন্দ বসু অভিষেককে রাজভবনে খাওয়াতেও পারেন। কিন্তু আমরা কাল সিজিও কমপ্লেক্স অভিযানে যাচ্ছি। অভিষেক বলছেন, ফাঁসিতে চলে যাবেন, আমরা কারও ফাঁসি চাই না। আমরা চাই তদন্তে দুধ কা দুধ,পানি কা পানি হয়ে যাক। সেটিং হয়ে যাওয়ার পড়েও এতো ভয় যে তদন্তকারী সংস্থা ডাকলেই ভেজা বেড়ালের মতো সুরক্ষা চাইতে আদালতে ছুটছে।”
❤ Support Us