Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২০, ২০২৩

‌অর্জুন পুরস্কার পাচ্ছে মহম্মদ সামি, বাংলার ঐহিকা মুখার্জি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌অর্জুন পুরস্কার পাচ্ছে মহম্মদ সামি, বাংলার ঐহিকা মুখার্জি

বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের স্বীকৃতি পাচ্ছেন মহম্মদ সামি। ক্রীড়াক্ষেত্রে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান অর্জুন পুরস্কারে পেতে চলেছেন ভারতের এই জোরে বোলার। তাঁর নাম চূড়ান্ত হয়েছে। সামি ছাড়াও আরও ২৫ জন অর্জুন প্রাপকের নাম চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তালিকায় রয়েছেন বাংলার মহিলা টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখার্জিও। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন ভারতের দুই সেরা ব্যাডমিন্টন জুটি চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেডি।
দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থা নিজেদের নিজেদের বিভাগে খেলরত্ন সম্মান, অর্জুন পুরস্কারের দন্য ক্রীড়াবিদদের নাম মনোনীত করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠিয়েছিল। মনোনীতদের মধ্যে থেকে তালিকা চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। মোট ২৬ জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পাচ্ছেন। সেই তালিকায় রয়েছেন মহম্মদ সামি। তাঁর নাম মনোনীত করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
১৩ ডিসেম্বর ১২ সদস্যের কমিটি খেলরত্ন ও অর্জুন পুরস্কারের জন্য বিভিন্ন খেলা থেকে ক্রীড়াবিদদের বেছে নিয়েছে। এই কেন্দ্রীয় সরকার গঠিত এই কমিটির শীর্ষে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএম খালউইলকর। এছাড়াও ছিলেন ধনরাজ পিল্লাই, কমলেশ মেহতা, অখিল কুমার, শুমা শিরুর, অঞ্জুম চোপড়া, তৃপ্তি মুরগুন্ডে, ফরমান পাশার মতো ক্রীড়াবিদরা। ৯ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মহম্মদ সামি এবছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে দুরন্ত পারপরমেন্স করে দেশকে ফাইনালে তুলেছিলেন। ৭ ম্যাচে তিনি ২৪টি উইকেট তুলে নেন। চিরাগ–সাত্ত্বিক জুটি এশিয়ান গেমসে সোনা জেতার পাশাপাশি কমনওয়েলথ গেমসে রুপো ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে। এই সাফল্যের কারণেই তাঁরা দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পেতে চলেছেন। অর্জুন পুরস্কার যারা পাচ্ছেন, তাঁদের মধ্যে হকি থেকে যেমন রয়েছেন কৃষ্ণন বাহাদুর পাঠক ও সুশীলা চানু, তেমনই রয়েছেন তিরন্দাজ ওজাস প্রবীণ দেওতালে, অদিতি গোপীচাঁদ স্বামী, বক্সার মহম্মদ হুসামুদ্দিন। বাংলার টিটি প্লেয়ার ঐহিকা মুখার্জিও এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন। দ্রোণাচার্য পুরস্কারের রেগুলার বিভাগে ৫ ও লাইফ–টাইম বিভাগে ৩ কোচের নামেও সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
একনজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকদের তালিকা:‌
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন:‌ চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (ব্যাডমিন্টন)।
অর্জুন পুরস্কার:‌  ওজাস প্রবীণ দেওতালে ও অদিতি গোপীচাঁদ স্বামী (তিরন্দাজি), মুরলী শ্রীশঙ্কর ও পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স), মহম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), মহম্মদ সামি (ক্রিকেট), অনুষ আগরওয়াল (ইক্যুয়েস্ট্রিয়ান), দিব্যকৃতী সিং (ইক্যুয়েস্ট্রিয়ান ড্রেসেজ), দীক্ষা ডাগর (গল্ফ), কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), পবন কুমার (কবাডি), ঋতু নেগি (কবাডি), নাসরিন (খো-খো), পিঙ্কি (লন বোলস), ঈশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং), এষা সিং (শ্যুটিং), হরিন্দর পাল সিং সান্ধু (স্কোয়াশ), ঐহিকা মুখোপাধ্যায় (টেবিল টেনিস), সুনীল কুমার (কুস্তি), অন্তিম (কুস্তি), নাওরেম রোশিবীণা দেবী (উসু), শীতল দেবী (প্যারা তিরন্দাজি), ইলুরি অজয় কুমার রেড্ডি (ব্লাইন্ড ক্রিকেট), প্রাচী যাদব (প্যারা ক্যানোয়িং)।
দ্রোণাচার্য পুরস্কার (‌রেগুলার বিভাগে)‌:‌ ললিত কুমার (কুস্তি), আরবি রমেশ (দাবা), মহাবীর প্রসাদ সাইনি (প্যারা অ্যাথলেটিক্স), শিবেন্দ্র সিং (হকি), গণেশ প্রভাকর দেবরুখকর (মল্লখম্ব)। লাইফ–টাইম বিভাগে: জসকিরৎ সিং গ্রেওয়াল (গল্ফ), ভাস্করণ ই (কবাডি), জয়ন্ত কুমার পুশিলাল (টেবিল টেনিস)। ধ্যানচাঁদ পুরস্কার (লাইফটাইম অ্যাচিভমেন্ট) পাবেন মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন), বিনীত কুমার শর্মা (হকি), কবিতা সেলভারাজ (কবাডি)।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!