Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৯, ২০২৩

‌সামিতে মজে বলিউডি অভিনেত্রী, দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সামিতে মজে বলিউডি অভিনেত্রী, দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব

চলতি বিশ্বকাপে প্রথম দিকে সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার চোটই বদলে দিয়েছে ভাগ্য। প্রথম একাদশে সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন মহম্মদ সামি। পরপর ৪ ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স। আর তাঁর এই দুরন্ত পারফরমেন্সে মজেছেন এক বলিউডি অভিনেত্রী। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ডিভোর্সের মামলা চলার মাঝেই ভারতীয় দলের এই জোরে বোলারকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পায়েল ঘোষ। তবে তিনি একটা শর্ত রেখেছেন। সামিকে ইংরেজিতে আরও সড়গড় হতে হবে।
বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ দীর্ঘদিন ধরেই মুম্বই সিনেমা জগতের সঙ্গে জড়িত। বেশ কয়েকটা দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন। চলতি বিশ্বকাপে মহম্মদ সামির পারফরমেন্স মুগ্ধ করেছে এই বাঙালি অভিনেত্রীকে। আর সেই মুগ্ধতা থেকেই মন দিয়ে বসেছেন সামিকে। সোশ্যাল মিডিয়ায় ‌‘‌এক্স’‌ হ্যান্ডেলে পায়েল ঘোষ লিখেছেন, ‘‌সামি, তুমি শুধু তোমার ইংরেজিটা শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি।’‌
পায়েল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই মজার ইমোজি দিয়েছেন। অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। আর একটা পোস্টে ছবি দিয়ে পায়েল ঘোষ লিখেছেন, ‘‌দিল ডুবা তেরে পেয়ার মে।’‌ এই পোস্টে অবশ্য কারও নাম উল্লেখ করেননি পায়েল। তবে নেটিজেনদের ধারণা মহম্মদ সামি সম্পর্কেই এই ধরনের পোস্ট করেছেন পায়েল ঘোষ।
১৯৯২ সালে কলকাতায় জন্ম পায়েল ঘোষের। সেন্ট পলস মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর অভিনয়ের উদ্দেশ্যে পাড়ি দেন মুম্বইয়ে। মুম্বাইয়ে নমিত কিশোরের অভিনয় স্কুল থেকে প্রশিক্ষণ নেন। তারপরই রূপালি পর্দায় পা রাখেন। ‘‌সাত নিভানা সাথিয়া’‌র মত জনপ্রিয় ধারাবাহিকে বিশেষ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন।
বড়পর্দায় দক্ষিণী সিনেমাতে অভিষেক ঘটে। বেশ কয়েকটা দক্ষিণী সিনেমাতে অভিনয় করেছেন পায়েল। তার মধ্যে উল্লেখযোগ্য প্রা‌য়ানাম, মিস্টার রাস্কেল, ওসারাভেল্লি, বর্ষাধারে। বিবেক অগ্নিহোত্রীর ‘‌ফ্রিডম’‌ সিনেমাতে বলিউডে আত্মপ্রকাশ। এর পরে বেশ কয়েকটা বলিউডি সিনেমাতে অভিনয় করেছেন পায়েল ঘোষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!