- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৩০, ২০২২
দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরা, বিশ্বকাপেও অনিশ্চিত
টি২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলের। পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন দলের প্রধান জোরে বোলার যশপ্রীত বুমরা

টি২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলের। পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন দলের প্রধান জোরে বোলার যশপ্রীত বুমরা। শুক্রবারই বুমরার ছিটকে যাওয়ার কথা সরকারিভাবে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বুমরার পরিবর্ত হিসেবে সিরাজের নাম ঘোষণা করা হয়েছে।
ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারের জন্য বুধবার তিরুবনন্তপূরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। ভারতীয় বোর্ডের মেডিকেল টিম বুমরার চোট পর্যবেক্ষন করছে। তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডদেমিতে পাঠানো হচ্ছে। সেখানেই বুমরার চোট স্ক্যান করা হবে। তারপরই জানা যাবে তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। যশপ্রীত বুমরাকে ধরেই টি২০ বিশ্বকাপে দন নির্বাচন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি খেলতে না পারলে কোন জোরে বোলারে সুযোগ পায় সেটাই এখন দেখার।
আজ, শুক্রবারই গুয়াহাটিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সিরাজের। গত ফেব্রুয়ারিতে শেষবার দেশের হয়ে টি২০ ম্যাচ খেলেছেন সিরাজ। দেশের হয়ে এখনও পর্যন্ত ৫টি টি২০ ম্যাচ খেলেছেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তিনি দলে সুযোগ পেলেও বুমরার পরিবর্তে টি২০ বিশ্বকাপ দলে সিরাজের সুযোগ পাওয়া কঠিন। বুমরা যদি একান্তই খেলতে না পারেন, সেক্ষেত্রে মহম্মদ সামি কিংবা দীপক চাহারের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সামি বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন। সদ্য করোনামুক্ত হয়েছেন তিনি। যদি ফিট থাকেন, বুমরার পরিবর্তে বিশ্বকাপগামী দলে তাঁর ওঠার সম্ভাবনা বেশি। অন্যদিকে, দীপক চাহার দক্ষিম আফ্রিকা সিরিজে ভাল বোলিং করছেন।
❤ Support Us