Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৩, ২০২৪

বিতর্কিত ম্যাচে ভবানীপুরকে হারিয়ে লিগ জমিয়ে দিল মহমেডান, তবে নিজেদের আশা শেষ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিতর্কিত ম্যাচে ভবানীপুরকে হারিয়ে লিগ জমিয়ে দিল মহমেডান, তবে নিজেদের আশা শেষ

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। একটা ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি এক দলের খেলোয়াড়রা। বিপক্ষ দলের এক ফুটবলার যখন পেনাল্টি নিচ্ছিল, অন্যদলের গোলকিপার পেছন ঘুরে হাঁটা দেন। সেই ছবিই এবার দেখা গেল কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে।
ব্যারাকপুর স্টেডিয়ামে বুধবার মহমেডান ও ভবানীপুরের সুপার সিক্সের ম্যাচ ছিল। প্রবল বৃষ্টিতে প্রথমার্ধের ইনজুরি সময়ে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। যেখানে ম্যাচ ভেস্তে গিয়েছিল, বৃহস্পতিবার আবার সেখান থেকে ম্যাচ শুরু হয়। বুধবার প্রথমার্ধে কোনও গোল হয়নি। বৃহস্পতিবার ম্য্যাচের দ্বিতীয়ার্ধে দু–দুটি গোল করে মহমেডান। ২–০ ব্যবধানে জিতে লিগের সুপার সিক্স পর্ব জমিয়ে দিয়েছে সাদাকালো ব্রিগেড।
মহমেডান জিতলেও বিতর্ক থেকেই গেছে। আর এই বিতর্কের সূত্রপাত মহমেডানকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে। ম্যাচের ইনজুরি সময়ের খেলা তখন চলছিল। ৯৯ মিনিটের মাথায় বল নিয়ে ভবানীপুর বক্সে ঢুকে গিয়েছিলেন মহমেডানের ইসরাফিল দেওয়ার। ভবানীপুর গোলকিপার শঙ্কর দাস গোল ছেড়ে বেরিয়ে এসে ইসরাফিলকে ফাউল করেন। রেফারি পেনাল্টির নির্দেশ দিয়ে সঙ্গে সঙ্গে শঙ্কর দাসকে লালকার্ড দেখান। লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান।
এরপরই নাটক জমে ওঠে। ভবানীপুরের কোনও ফুটবলার গোলের নীচে দাঁড়াতে রাজি হচ্ছিলেন না। রেফারির সঙ্গে অনেক তর্ক–বিতর্কের পর আবুবাকের দিলশাদ তিনকাঠির নীচে দাঁড়ান। কিন্তু তিনি বিপ্‌স না পরায় রেফারি আবার খেলা বন্ধ করে দেন। এরপর বিপ্‌স পরে এসে গোললাইনেই বসে পড়েন দিলশাদ। ইসরাফিল পেনাল্টি শট নেওয়ার সময় তিনি উল্টোদিকে হাঁটতে শুরু করেন। বিনা বাধায় গোল করে মহমেডানকে ২–০ ব্যবধানে জয় এনে দেন ইসরাফিল। তার আগে ৭৩ মিনিটে পেনাল্টি থেকেই প্রথম গোলটি করেছিলেন লালগাইসাকা। ভবানীপুরের বিরুদ্ধে জিতলেও চ্যাম্পিয়নের আশা শেষ মহমেডানের। কারণ, কাস্টমসকে হারিয়ে খেতাব জয়ের দিকে অনেকটাই এগিয়ে গেছে ইস্টবেঙ্গল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!