Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৪, ২০২৪

‌গোকুলামের বিরুদ্ধে নাটকীয় জয়, আইএসএল খেলার স্বপ্নপূরণের দিকে এগিয়ে চলেছে মহমেডান

আরম্ভ ওয়েব ডেস্ক
‌গোকুলামের বিরুদ্ধে নাটকীয় জয়, আইএসএল খেলার স্বপ্নপূরণের দিকে এগিয়ে চলেছে মহমেডান

গতবছর থেকে আই লিগ চ্যাম্পিয়ন দলের সামনে আইএসএল খেলার সুযোগ করে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। মহমেডানের দীর্ঘদিনের স্বপ্ন, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো আইএসএল খেলার। স্বপ্নপূরণের পথে ক্রমশ এগিয়ে চলেছে সাদাকালো ব্রিগেড। রবিবার কোঝিকোড়ে নাটকীয় ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে ৩–২ ব্যবধানে জিতে শ্রীনিধি ডেকানের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল মহমেডান। ইনজুরি সময়ে গোল করে মহমেডানকে জয় এনে দেন ডেভিড লালহানসাঙ্গা।
আগের ম্যাচে শ্রীনিধি ডেকানের সঙ্গে কোনও রকমে হার বাঁচিয়েছিল মহমেডান। গোকুলাম কেরালার বিরুদ্ধে না জিতলে আরও চাপে পড়ে যেত সাদাকালো ব্রিগেড। কারণ, শ্রীনিধি ডেকানের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও কমে যেত। জয়ের লক্ষ্যে এদিন আক্রমণাত্মক দল সাজিয়েছিলেন আন্দ্রে চেরনিশভ। আক্রমণভাগে এডি হার্নান্ডেজ, অ্যালেক্সিজ গোমেজের সঙ্গে ডেভিডকে জুড়ে দেন। শুরু থেকেই মহমেডানের এই তিন ফুটবলার আক্রমণে ঝড় তুলে নাজেহাল করে দেয় গোকুলাম রক্ষণকে।

একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ম্যাচের ১৬ মিনিটে ডেভিডের পাস থেকে মহমেডানকে এগিয়ে দেন হার্নান্ডেজ। ২১ মিনিটে ২–০ করেন অ্যালেক্সিজ। ২ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে গোকুলাম কেরালা। প্রথমার্ধের ইনজুরি সময়ে নৌফল পিএমের গোলে ব্যবধান কমায়। দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতি আক্রমণে খেলা দারুণ জমে ওঠে। শুরুর দিকে অ্যালেক্সিজের শট ক্রসবারে লেগে না ফিরলে ব্যবধান বাড়িয়ে ফেলত মহমেডান। ৬৫ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে গোকুলামের হয়ে সমতা ফেরান নিধিন কৃষ্ণ। এরপরই ডেভিডের একটা বারে লেগে ফিরে আসে। আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে ৮৩ মিনিটে অ্যালেক্সিজকে তুলে কোজলভকে নামান সাদাকালো কোচ। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে, সেই সময় জ্বলে ওঠেন ডেভিড। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে কোজলভের কাছ থেকে পেনাল্টি বক্সে বল পেয়ে গোকুলাম গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে বল জড়িয়ে দিয়ে দলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে মহমেডানের পয়েন্ট ৩৮। আইএসএল খেলার স্বপ্নপূরণ করতে গেলে বাকি ৭ ম্যাচে ধারাবাহিকতা দেখাতে হবে মহমেডানকে। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান। ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে গোকুলাম কেরালা। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!