Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৯, ২০২৪

শ্রীনিধি ডেকানকে আটকে লিগ টেবিলের শীর্ষেই রইল মহমেডান

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রীনিধি ডেকানকে আটকে লিগ টেবিলের শীর্ষেই রইল মহমেডান

দুই দলের ব্যাবধান ছিল ২ পয়েন্টের। শ্রীনিধি ডেকানের সামনে সুযোগ ছিল ঘরের মাঠে মহমেডানের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছনো। শুরুতে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারল না শ্রীনিধি ডেকান। মহমেডানের কাছে আটকে গেল। ম্যাচের ফল ১–১। আই লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র হওয়ায় লিগ টেবিলের শীর্ষেই থাকল সাদাকালো ব্রিগেড। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্থানে উঠে এল শ্রীনিধি ডেকান।

পরপর দুটি ম্যাচ জিতে এদিন ডেকানের বিরুদ্ধে খেলতে নেমেছিল মহমেডান। অন্যদিকে, টানা ৫ ম্যাচ জিতে মহমেডানের বিরুদ্ধে মাঠে নেমেছিল শ্রীনিধি ডেকান। আই লিগের অন্যতম দুই সেরা দলের লড়াই প্রথম থেকেই দারুণ জমে ওঠে। তবে শুরুতেই ধাক্কা খায় মহমেডান। ম্যাচের ৩ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করে শ্রীনিধি ডেকানকে এগিয়ে দেন ডেভিড কাস্টানেডা। শুরুতে গোল খেয়ে হতদ্যোম হয়ে পড়েনি মহমেডান। বারবার প্রতিআক্রমণে উঠে এসে গোলের সুযোগ তৈরি করেছিল। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে ম্যাচের ফল থাকে ১–০।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মহমেডান। একের পর এক আক্রমণ গড়ে তোলেন হার্নান্ডেজ, ডেভিড, কাসিমভরা। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারছিলেন না। অবশেষে ম্যাচের ৮৪ মিনিটে সমতা ফেরায় মহমেডান। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামা কোজলভের পাস খেকে মহম্মদ জসিম গোল করে দলের হার বাঁচান। মহমেডান পরের ম্যাচ খেলবে গোকুলাম কেরালা এফসি–র বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!