- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২১, ২০২৩
অপ্রতিরোধ্য মহমেডান, টানা ৪ ম্যাচে জয় সাদাকালো ব্রিগেডের
গত মরশুমে অল্পের জন্য আই লিগ খেতাব ঘরে তুলতে পারেনি মহমেডান স্পোর্টিং। আইএসএল খেলার স্বপ্নও অপূর্ণ থেকে গিয়েছিল। এই মরশুমে যেভাবে এগোচ্ছে সাদাকালো ব্রিগেড, সমর্থকরা স্বপ্ন দেখতেই পারেন। টানা ৪ ম্যাচে জয় মহমেডানের। এর মধ্যে ৩ টি অ্যাওয়ে ম্যাচে। দিল্লি এফসি, রাজস্থান ইউনাইটেডের পর এবার ইন্টার কাশীর বিরুদ্ধেও জয় তুলে নিল মহমেডান। সাদাকালো ব্রিগেডের জয় ২–০ ব্যবধানে। মহমেডানের হয়ে দুটি গোল করেন এডি হার্নান্ডেজ ও আঙ্গুসানা।
দিল্লি এফসি–র বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ অভিযান শুরু করেছিল মহমেডান। ২–১ ব্যবধানে জিতেছিল সাদাকালো ব্রিগেড। পরের ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধেও জয় তুলে নিয়েছিল আন্দ্রে চেরনিশভের দল। এবার ইন্টার কাশীর বিরুদ্ধেও জয়। আই লিগের অভিষেককারী দলের বিরুদ্ধে জয় পেতে অবশ্য খুব বেশি ঘাম ঝড়াতে হয়নি মহমেডান স্পোর্টিংকে।
লখনউ–র একনা স্পোর্টস এরিনায় এদিন দারুণ শুরু করেছিল মহমেডান। আই লিগের নবাগত ইন্টার কাশীও পিছিয়ে ছিল না। তারাও সমানতালে পাল্লা দিচ্ছিল। তবে মহমেডান বক্সের সামনে খেই হারিয়ে ফেলছিলেন ইন্টার কাশীর ফুটবলাররা। মহমেডান অবশ্য বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল। তবে তিন কাঠি ভেদ করতে পারছিলেন না হার্নান্ডেজ, ডেভিড, আঙ্গুসানারা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে মহমেডানকে এগিয়ে দেন হার্নান্ডেজ।
দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রেখেছিল মহমেডান। সাদাকালো কোচ চেয়েছিলেন দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল তুলে নিয়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করতে। ম্যাচের ৪৯ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান আঙ্গুসানা। প্রায় প্রতিম্যাচেই গোল করে চলেছেন মহমেডানের এই তরুণ স্ট্রাইকার। শেষদিকে আঙ্গুসানার সামনে আরও গোল করার সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি। চলতি আই লিগে এই নিয়ে ৫ ম্যাচে জয় পেল মহমেডান। এর মধ্যে জিতেছে টানা ৪ ম্যাচ। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সাদাকালো ব্রিগেড।
❤ Support Us