Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১০, ২০২৪

‌বাংলাদেশ ইস্যুতে এবার সরব মহমেডানও, কলকাতার দূতাবাসে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বাংলাদেশ ইস্যুতে এবার সরব মহমেডানও, কলকাতার দূতাবাসে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত

বাংলাদেশ ইস্যুতে এবার সরব কলকাতার আর এক প্রধান মহমেডান স্পোর্টিংও। ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দু–একদিনের মধ্যেই ক্লাবের পক্ষ থেকে ৪ জন কর্তা গিয়ে ডেপুটেশন জমা দেবেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়ে হস্তক্ষেপ চেয়ে দু’‌দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। এবার পড়শি দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও অশান্তির ঘটনায় সরব হল কলকাতার আরও এক ক্লাব মহমেডান স্পোর্টিং। সোমবার সংবাদিক সম্মেলন করে মহমেডান ক্লাবের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে যেভাবে অশান্তির ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে ক্লাব কর্তারা উদ্বিগ্ন। এই ব্যাপারে কলকাতায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হবে। ইস্টবেঙ্গলের মতো মহমেডান ক্লাবের সঙ্গে গভীর যোগ রয়েছে বাংলাদেশের।
এদিকে, আইএসএলের খারাপ পারফরমেন্স নিয়ে চিন্তিত মহমেডান কর্তারা। তার ওপর দুই লগ্নিকারী সংস্থার বিতর্ক। এই নিয়ে আরও সমস্যায় মহমেডান কর্তারা। দল গঠন নিয়ে আগের লগ্নিকারী সংস্থা ব্যাঙ্কার হিলকে কাঠগড়ায় তুলেছেন কয়েকজন কর্তা। ওই লগ্নিকারী সংস্থার পক্ষ থেকে মানহানির মামলা করার হুমকি দেওয়া হয়েছে। দুই লগ্নিকারী সংস্থার মধ্যে বিরোধ মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে ক্লাব।
ক্লাবে কোনও ভূমিকা না থাকায় কার্যকরী কমিটি থেকে বাদ দেওয়া হল রহিম নবি ও শেখ আজিমকে। কার্যকরী কমিটিতে নেওয়া হয়েছে শ্রাচি গ্রুপের কর্ণধার রাহুল টোডি, তমাল ঘোষাল ও প্রাক্তন ফুটবলার সাবির আলিকে। রাহুল টোডিকে ক্লাবের সহ–সভাপতি করা হল। তবে সাবির আলিকে নিয়ে প্রশ্ন উঠছে। কারণ তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটিতেও রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!