Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৩, ২০২৪

প্রস্তুতি তুঙ্গে, আজ দিল্লিকে হারিয়ে যুবভারতীতে সেলিব্রেশনে মেতে উঠতে চায় মহমেডান

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রস্তুতি তুঙ্গে, আজ দিল্লিকে হারিয়ে যুবভারতীতে সেলিব্রেশনে মেতে উঠতে চায় মহমেডান

ঈদের আগেই খুশিতে ভেসে গিয়েছিল মহমেডান তাঁবু। গত শনিবার আই লিগ জয়ের আনন্দে মেতে উঠেছিলেন সমর্থকরা। এক ম্যাচ আগেই আই লিগ চ্যাম্পিয়ন। তবে উৎসবের আমেজ কিছুটা তুলে রেখেছিলেন সাদাকালো সমর্থকরা। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে দিল্লি এফসি–কে শেষ ম্যাচে হারিয়ে আই লিগ জয়ের বৃত্ত সম্পূর্ণ করতে চায় মহমেডান শিবির।
শেষ ম্যাচে আই লিগ চ্যাম্পিয়নের সেলিব্রেশন করতে প্রস্তুত মহমেডান সমর্থকরা। প্রায় ৪০ থেকে ৪৫ হাজার সমর্থক আজ যুবভারতীতে হাজির থাকবেন। ক্লাব থেকে ডিজে বাজিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন হাজার হাজার সমর্থক। ক্লাব সচিব ইস্তিয়াক আমেদ সমর্থকদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন সাদাকালো পোশাক পড়ে কিংবা জার্সি গায়ে আজ মাঠে হাজির থাকতে।
ম্যাচ শেষে শোভাযাত্রা করে ফুটবলারদের ক্লাবে ফিরিয়ে নিয়ে আসা হবে। ক্লাবেই নৈশভোজ সারবেন ফুটবলাররা। দিল্লির বিরুদ্ধে ম্যাচ ঘিরে মহমেডান সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। শুক্রবার থেকেই বিনামূল্যের টিকিট সংগ্রহের জন্য সমর্থকরা লম্বা লাইন লাগিয়েছিলেন ক্লাব চত্বরে। আজও সকাল থেকে ভিড় চোখে পড়ার মতো।
সমর্থকরা আবেগে ভেসে গেলেও মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভের লক্ষ্য গুরুত্বহীন শেষ ম্যাচেও জয় তুলে নেওয়া। না হলে খেতাব জয়ের সেলিব্রেশনে তাল কাটবে। ম্যাচের আগের দিন মহমেডান কোচ বলেন, ‘‌দিল্লি এফসি–কে ঘরের মাঠে হারিয়েই সেলিব্রেশন করতে চাই। ভরা যুবভারতীতে সমর্থকদের সামনে জয় দিয়ে লিগ শেষ করার মতো ভাল কিছু আর হতে পারে না।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!