- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৩, ২০২৩
নামধারীকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষেই থাকল মহমেডান
আই লিগে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিল মহমেডান। একটানা জয়ের পর আগের ম্যাচে গোকুলাম এফসি–র কাছে আটকে গিয়েছিল। আবার জয়ের রাস্তায় ফিরে এল সাদাকালো ব্রিগেড। বুধবার অ্যাওয়ে ম্যাচে হারাল নামধারী এফসি–কে। ম্যাচের ফল ১–০। মহমেডানের হয়ে জয়সূচক গোলটি করেন বেনেস্টোন ব্যারেটো। টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল মহমেডান।
লিগ টেবিলে শেষের দিকে রয়েছে নামধারী এফসি। তা সত্বেও প্রতিপক্ষকে হালকাভাবে নেননি মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ। প্রথমার্ধে ধীর গতিতে শুরু করে সাদাকালো ব্রিগেড। সেভাবে আক্রমণ শানাতে পারেনি। আগের ম্যাচগুলির মতো ঝঁাঝও ছিল না। যদিও মহমেডান ফুটবলারদের মধ্যে চেষ্টার কোনও ত্রুটি ছিল না। তবুও গোল তুলে নিতে পারেনি মহমেডান।
দ্বিতীয়ার্ধে আঙ্গুসানাকে তুলে নিয়ে ডেভিডকে নামান সাদাকালো কোচ আন্দ্রে চেরনিশভ। তাতেই ছন্দ ফিরে পায় মহমেডান। আক্রমণে ঝাঁঝ অনেকটাই বেড়ে যায়। নামধারীও পিছিয়ে ছিল না। তারাও পাল্টা আক্রমণে উঠে আসছিল। আক্রমণ প্রতি আক্রমণে খেলা দারুণ জমে উঠছিল। ফলে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ বেশি তৈরি হয়। অবশেষে ম্যাচের ৮১ মিনিটে অ্যালেক্সিজের থ্রু বল ধরে গোল করেন বেনেস্টোন ব্যারেটো। চোট কাটিয়ে দলে ফিরেই গোল পেলেন এই গোয়ানিজ স্ট্রাইকার।
৯ ম্যাচে সপ্তম জয় তুলে নিয়ে ২৩ পয়েন্টে শীর্ষেই থাকল মহমেডান। ১ ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্টে দ্বিতীয় স্থানে শ্রীনিধি ডেকান। মহমনেডানের পরের ম্যাচ গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে।
❤ Support Us