- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৩০, ২০২৪
অসংখ্য সুযোগ নষ্ট করে আই লিগ জয় বিলম্বিত করে ফেলল মহমেডান
ইন্টার কাশীর বিরুদ্ধে জিতলেই আই লিগ জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। একই সঙ্গে সামনের মরশুমে আইএসএল খেলার দিকে আরও একধাপ এগিয়ে যাবে। সুযোগটা কাজে লাগাতে পারল না মহমেডান। ঘরের মাঠে ইন্টার কাশীর কাছে আটকে গিয়ে খেতাব জয় বিলম্বিত করে ফেলল। প্রথমে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া। ম্যাচের ফল ১–১। যদিও ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল মহমেডান। দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকানের ২০ ম্যাচে পয়েন্ট ৪০।
ঘরের মাঠে নৈহাটি স্টেডিয়ামে ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্কভাবে শুরু করেছিল মহমেডান। তার মাঝেই ৯ মিনিটে এগিয়ে যায়। এডি হার্নান্ডেজের পাস থেকে ডান পায়ের গড়ানো শটে গোল করেন অ্যালেক্সিজ। প্রথমার্ধে মহমেডানের বলের দখল বেশি থাকলেও সেভাবে আর সুযোগ তৈরি করতে পারেনি। ইন্টার কাশী প্রতি আক্রমণে উঠে এসে বেশ করেকবার বিপদের সম্ভাবনা তৈরি করেছিল। তবে ম্যাচে সমতা ফেরাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়াতে বেনেস্টোন ব্যারেটোকে মাঠে নামান সাদাকালো কোচ আন্দ্রে চেরনিশভ। ব্যারেটো আসায় মহমেডানের আক্রমণে গতি বাড়ে। ৪৭ মিনিটে ব্যারেটোর বাঁপায়ের দুরন্ত শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই আঙ্গুসানার পাস থেকে সহজ সুযোগ নষ্ট করেন এডি হার্নান্ডেজ। ৫৫ মিনিটে আবার অবিশ্বাস্য সুযোগ নষ্ট হার্নান্ডেজের। ইন্টার কাশীর বাঙালী গোলকিপার অরিন্দম ভট্টাচার্য একেবারে হার্নান্ডেজের পায়ে সাজিয়ে দিয়েছিলেন। অরিন্দমকে সামনে একা পেয়েও অবিশ্বাস্যভাবে তাঁর হাতে মারেন হার্নান্ডেজ।
৬৩ মিনিটে আবার ব্যবধান বাড়ানোর সুযোগ এসে গিয়েছিল মহমেডানের সামনে। বিকাশ সিংয়ের সেন্টার ইন্টার কাশীর এক ডিফেন্ডার বিপদমুক্ত করলে বল চলে যায় অ্যালেক্সিজের কাছে। ডান পায়ে নেওয়া তাঁর গড়ানো শট পোস্টে লেগে ফিরে আসে। ৭৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ইন্টার কাশীর সামনে। তোম্বা সিংয়ের শট অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট। ৮২ মিনিটে আর শেষরক্ষা করতে পারেনি মহমেডান রক্ষণ। বাঁদিক থেকে জর্ডন লামেলার সেন্টার থেকে হেডে গোল করে সমতা ফেরান মারিও বার্কো। শেষ দিকে একের পর এক আক্রমণ তুলে নিয়ে মহমেডানের ওপর চাপ বাড়িয়েছিল ইন্টার কাশী। কিন্তু জয়ের গোল করতে পারেনি।
❤ Support Us